নাছির উদ্দীন রাজ, টেকনাফ।
কক্সবাজার টেকনাফে চতুর্থ ধাপে ইউপি / পৌর সভা নির্বাচনে দুই নৌকা ও এক সতন্ত্র প্রার্থী মেয়র/চেয়ারম্যান পদে বিজয় লাভ করেছেন। রবিবার টেকনাফে এক পৌর সভা ও দুই ইউপিতে সকাল ৮ টা হতে শুরু হওয়া বিকাল ৪ টা পর্যন্ত কোন অপ্রিতিকর ঘটনা ছাড়াই উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন হয়। তবে টেকনাফ পৌর সভায় প্রথম বারের মত ইবিএমে ভোট গ্রহন হয়েছে। বিকালে বিভিন্ন কেন্দ্রের প্রাপ্ত ভোটে টেকনাফ পৌর সভায় টানা তিনবার মেয়র নির্বাচিত করে হ্যাট্রিক করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত বর্তমান মেয়র হাজী মোহাম্মদ ইসলাম।
টেকনাফ পৌরসভা নির্বাচনের রিটার্ণিং অফিসার এসএম শাহাদত হোসেন জানান, টেকনাফ পৌর সভায় মোট ভোটার সংখ্যা ১৬০৮৫ জন। কাস্ট হয়েছে ১১২৬১ ভোট। মেয়র হাজী মোহাম্মদ ইসলাম (নৌকা) ৯৭৫০ ভোট পেয়ে বেসরকারীভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। একমাত্র প্রতিদন্ধি প্রার্থী মোঃ ইসমাইল ( সতন্ত্র
মোবাইল ফোন) পেয়েছেন ১৪৮২ ভোট।
অপরদিকে সেন্টমার্টিনদ্বীপে মুজিবুর রহমান নৌকা প্রতীকে বিজয় হয়েছেন। এবং বাহার ছড়া ইউপিতে আমজাদ হোসেন খোকন (সতন্ত্র মোটরসাইকেল) প্রতীকে বিজয় হয়েছেন। দুই ইউনিয়নে ব্যালেট পেপারের মাধ্যমে নির্বাচন সম্পন্ন হয়েছে।
বাহারছড়া ইউনিয়নের রিটার্ণিং অফিসার মোঃ বেদারুল ইসলাম জানান, বাহারছড়া ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৯৯৭৮ জন। কাস্ট হয়েছে ১৬৮১১ ভোট। তবে মাত্র ৫৪ ভোটের ব্যবধানে বর্তমান চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত মাওঃ আজিজ উদ্দীন কে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী যুবলীগের ইউনিয়ন সভাপতি আমজাদ হোসেন খোকন (মোটরসাইকেল) নির্বাচিত হয়েছেন।
সেন্টমার্টিনদ্বীপ ইউপি নির্বাচনের রিটার্ণিং অফিসার মোঃ মাহফুজুল ইসলাম জানান, সেন্টমার্টিনদ্বীপ ইউনিয়নে মোট ভোটার ৩৩৬৫ জন। এরমধ্যে কাস্ট হয়েছে ৩১৬৮ ভোট।চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থীর মধ্যে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত মোহাম্মদ মুজিবুর রহমান (নৌকা) ১২১০ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্ধি বর্তমান চেয়ারম্যান নুর আহমদ (মোটরসাইকেল) ৮২২।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com