নাছির উদ্দীন রাজ, টেকনাফ।
কক্সবাজার টেকনাফে নারীর প্রতি সহিংসতা রোধে ইউএনডিপির আর্থায়নে টেকনাফ মডেল থানার সহযোগিতায় ( STOP GBV) প্রকল্পের আওতায় কমিউনিটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ডিসেম্বর) দুপুরে টেকনাফ মডেল থানার হল রুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
কক্সবাজার জেলা পর্যায়ে টানা ৫বারের শ্রেষ্ট
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে ও এস আই হোসাইন আহম্মদের পরিচালনায়
অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউ,এন,ডিপির কক্সবাজার জেলা প্রতিনিধি ও অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক।
বিশেষ অতিথির বক্তব্য রাখছেন, টেকনাফ পৌর সভার কমিউনিটি পুলিশ এর সভাপতি সাইফুদ্দীন খালেদ।
বক্তব্য রাখছে, হ্নীলা ইউনিয়ন বিট পুলিশ ইনচার্জ এস আই রফিকুল ইসলাম সহ বিভিন্ন কর্মকর্তা বৃন্দ।
এ সময় প্রধান অতিথি বলেন, নারীর প্রতি সহিংসতা রোধে সমাজের প্রতিটি মানুষের মাঝে সচেতনতা বাড়াতে হবে। সচেতনতা বাড়ানোর কার্যক্রমে আমরা ইউএনডিপির পক্ষ থেকে সব সময় সহযোগিতা করব।
সভাপতির বক্তব্যে (ওসি) হাফিজুর রহমান বলেন, নারীর প্রতি সহিংসতা রোদে পুরুষের পাশাপাশি নারীদের বেশী ভুমিকা রাখতে হবে। নারীর প্রতি সহিংসতা কোন লিঙ্গ ভিত্তিক সহিংসতা নয়। পরিবারে স্বামী /স্ত্রীর মধ্যে যেন তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে অনেকেই নারীকে নির্যাতন করেন সেগুলোর প্রতি যেন আমরা বেশী নজর রাখি।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com