নাছির উদ্দীন রাজ, টেকনাফ।
কক্সরাজার টেকনাফের হ্নীলা ইউপির মৌলভীবাজার এলাকায় মোহছেনা আক্তার সুমি (১৬) নামে এক যুবতী আত্ন হত্যা করেছেন। সুমি ওই এলাকার জাফর আলমের মেয়ে।
সোমবার (২৭ ডিসেম্বর) মৌলভীবাজার দক্ষিণ রোজার ঘোনা এলাকায় বিকেলের দিকে এই ঘটনা ঘটে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকালে ময়নাতদন্ত শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
নিহত সুমির পিতা জাফর আলম জানান, আমার মেয়ে সুমি কে বিবাহ দেয়ার কথা চুরান্ত হয় হ্নীলা পানাখালীর এক পরিবারে। সে কথা শুনে স্থানীয় ভুলু মিয়ার ছেলে মুজিবুর রহমান তাহার বিবাহ বন্ধ করার জন্য হুমকি ধমকি সহ বিভিন্ন পায়তারা করে সামাজিক ভাবে তাহার মান সম্মান ক্ষুন্ন করে। যাহার কারণে সুমি অপমান সহ্য করতে না পেরে আত্ন হত্যার পথ বেছে নেয়। তাহার পিতা আরো বলেন, আমি অবশ্যই মেয়ে হত্যার বিচার চাই।
অপর ধিকে মুজিবুর রহমানের পিতার কাছে হত্যা কান্ডের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, জাফর আলমের মেয়ের সাথে আমার ছেলে মুজিবুর রহমানের দির্ঘ দিন প্রেম সম্পর্ক ছিল। যাহার কারণে সুমি কে বউ করে ঘরে আনতে মেয়ের বাড়িতে প্রস্তার পাঠানো হয় কয়ে ধাপে। কিন্তুু মেয়ের বাবা আমাদের হিংসে করে বার বার প্রস্তাব না করে দেয়। এক পর্যায়ে সুমি কে পরিবারের সদস্যরা অন্যত্রে বিয়ের প্রস্তাবে রাজি হলেও ঐ বিয়েতে মেয়ে রাজি না হওয়ায় তাকে দির্ঘ দিন বাড়িতে আটকে রেখে স্বজনেরা বার বার বিভিন্ন ভাবে পানখালীর বিয়েতে রাজি হতে চাপ প্রয়োগ করলে সে আত্ন হত্যার পদ বেছে নেয় বলে জানিয়েছে।
স্থানীয় জনসাধারণের ভাষ্য মতে জানা গেছে, সুমি ও মুজিবুরের মধ্যে প্রেম সম্পর্ক ছিল বলে শুনে আসছি দির্ঘ দিন । কিন্তুু বিয়ের প্রস্তাবে ছেলের পক্ষ মেনে নিলেও মেয়ের পক্ষ রাজি না হওয়ায় সুমি আত্ন হত্যা করেছে।
টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান জানায়, আত্ন হত্যার বিষয়ে পরিবারের আবেদনের প্রেক্ষিতে থানায় মামলা হয়েছে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com