টেকনাফে বিজিবি'র অভিযান, পানির নিচে ৫ কোটি টাকার আইস উদ্ধার।
মোঃ আরাফাত সানী, টেকনাফ
কক্সবাজারের টেকনাফে এক কেজি (ক্রিস্টাল মেথ) আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই এক কেজি আইসের বাজারমূল্য পাঁচ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।
মঙ্গলবার (০৪ জানুয়ারি) রাতে গণমাধ্যমে এ সব তথ্য নিশ্চিত করে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাবরাং বিওপির বিআরএম-০৪ হলে ০১ কিঃ মিঃ এলাকার লবণ মাঠ সংলগ্ন ৫ নং স্লুইচ গেইট এলাকায় পানির নিচে পিলারের সাথে লুকায়িত অবস্থায় ভয়ঙ্কর এই মাদকের চালানটি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে মাদক কারবারীদের সনাক্ত করতে ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com