নাছির উদ্দীন রাজ, টেকনাফ।
দেশের এক মাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের পরিবেশ ও প্রকৃতি রক্ষায় ক্লিন সেন্টমার্টিন নামের একটি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৬ জানুয়ারি) সকালে নটরডেমিয়ান্সদের ওয়েল ফেয়ার ফাউন্ডেশন ও ব্লু মেরিন রিসোর্ট এর যৌথ উদ্যোগে সেন্টমার্টিনে উক্ত প্রকল্পের শুভ উদ্বোধন করেন , উপাধ্যক্ষ ড. মোহাম্মদ আব্দুস শহীদ এম পি, সভাপতি, অনুমিত হিসাব সংক্রান্ত সংসদীয় কমিটি, সাবেক চিপ হুইফ, জাতীয় সংসদ ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি প্রকল্পের উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সেন্টমার্টিন এর পরিবেশ ও প্রকৃতি রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহবান জানান। দ্বীপে আগত সকল পর্যটক সহ সবাইকে যত্রতত্র প্লাস্টিক বোতল ও বর্জ্য না ফেলার অনুরোধ জানান।
বিশেষ অতিথির বক্তব্যে সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, ক্লিন সেন্টমার্টিন গড়ে তুলতে দ্বীপ বাসীর পক্ষ হতে সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন ।
প্রকল্পের চেয়ারম্যান ডাঃ দলিলুর রহমান প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে সবার সহযোগিতা কামনা করেন।
তিনি আরো বলেন, ১০ লক্ষাধিক পর্যটক প্রতিবছর এখানে ঘুরতে আসেন এবং প্লাস্টিক ও বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় দ্বীপটি ময়লার ভাগাড় হওয়ার আশংকা দেখা দিচ্ছে। প্রকল্পের অধীনে দ্বীপে বসানো প্লাস্টিক ক্রাসার মেশিনের মাধ্যমে সব প্লাস্টিকগুলোকে চিপস আকারে প্রক্রিয়াজাত করে রিসাইকেল এর ব্যবস্থা করা হবে।
সাবেক নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ব্লু মেরিন রিসোর্ট এর এম ডি জাফর আহমদ পাটোয়ারি দ্বীপটি কে পরিচ্ছন্ন রাখতে ক্লিন সেন্টমার্টিন প্রকল্পে সবার সহযোগিতার আহবান জানান এবং এই প্রকল্পের আওতায় দক্ষ ও প্রশিক্ষিত পরিচ্ছন্নতাকর্মী বাহিনীর নিয়মিত পরিচর্যায় ওয়েস্ট ম্যানেজমেন্ট এর মাধ্যমে দ্বীপটিকে ঝকঝকে পরিপাটি করে তোলার ঘোষণা প্রদান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের শাহিন, বিশিষ্ট ব্যবসায়ী নজিব উল্লাহ ও মোঃ আলাউদ্দিন, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যগন ও স্থানীয় গন্যমান্য ব্যাক্ত বর্গ।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com