টেকনাফ ৭১ ডেস্ক,
মোঃ আরাফাত সানী ::কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ড ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএনের পৃথক দু'টি অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, দেশী-বিদেশী অস্ত্র, গোলাবারুদ সহ একজন মাদক পাচারকারী ও তিন জন রোহিঙ্গা দুর্ধর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।
শনিবার ভোর রাত সাড়ে বারোটার দিকে যায়যায়দিন কে নিশ্চিত করে, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ১৬ এপিবিএনের অধিনায়ক (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে (উনচিপ্রাং) ২২ নং রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে মৃত দিল মোহাম্মদের ছেলে মোঃ শফিক (প্রকাশ) হাফেজ শফিক (২৬), কালা মিয়ার ছেলে আমান উল্লাহ (২৬), মৃত সৈয়দুল ইসলামের ছেলে জামাল আহম্মদ (৫১), কে ১টি নাইন এমএম বিদেশি পিস্তল, ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র এলজি এবং ৬১ রাউন্ড তাজা গুলিসহ তিন জন কে আটক করা হয়।
অপরদিকে শনিবার ভোরে টেকনাফ কোস্টগার্ড স্টেশান কমান্ডার লেঃ কমান্ডার সৈয়দ তৈমুর পাশার নেতৃত্বে পৌর শহরের নাইট্যং পাড়া ট্রাক টার্মিনালে এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৩৩ হাজার পিস ইয়াবা সহ যশোর জেলার বেনাপুর গ্রামের আজগর আলীর পুত্র আজমির আলী (৩১) আটক করেছে।শনিবার দুপুরে এ সংবাদ সন্মেলন যায়যায়দিন কে এ তথ্য নিশ্চিত করেন স্টেশান কমান্ডার লেঃ কমান্ডার সৈয়দ তৈমুর পাশা।
আটক আসামীদের, জব্দ কৃত ইয়াবা,অস্ত্র ও গোলাবারুদসহ আইনি প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com