নিজস্ব প্রতিবেদক।
সংবাদ প্রকাশের জের ধরে কুতুবদিয়া প্রেসক্লাবের কার্য নির্বাহী সদস্য দৈনিক যায়যায়দিন ও দৈনিক বাঁকখালী পত্রিকার উপজেলা প্রতিনিধি শাহেদুল ইসলাম মনিরের উপর সরকারি খাল দখলকারী চিহ্নিত মাদক মামলার আসামী মামলা নং(এসটি ৪৮১/১৫) শাহজাহানের পুত্র আরমান হামলার চেষ্টা ও কর্মস্থল ত্যাগ করার হুমকি প্রদান করেন৷
বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের ফতেহ আলী সিকদার পাড়ার কাইমূল হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয় চৌরাস্তার মোড়ে এই ঘটনা ঘটে৷ অভিযুক্ত আরমানের বিরুদ্ধে কুতুবদিয়া থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
এ বিষয়ে ভুক্তভোগী জানান, তার সহযোদ্ধার জন্য আলী আকবর ইউনিয়নের কাইমূল হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এক চায়ের দোকানে অপেক্ষা করছিলেন ঐ সময় তাঁকে চিনতে পেরে শাহজাহানের ছেলে চিহ্নিত মাদকসেবী আরমান(২৫) তাকে মারধর করার চেষ্টা করে এবং কর্মস্থল ত্যাগ করার হুমকি প্রদর্শন করেন। এসময় আরমান চিল্লাচিল্লি করে নিজেকে এলাকার ডন বলে পরিচয় দেন৷ ঘটনার সাথেসাথেই কুতুবদিয়া থানায় খবর দেওয়া হলে ততক্ষণাত ঘটনাস্থলে পুলিশ গিয়ে আরমানের খোঁজ করলে সে পালিয়ে যায়৷
এব্যাপারে স্থানীয় চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর সিকদার বলেন, লোকমাধ্যমে আমি ঘটনা শুনেছি, সাংবাদিকরা জাতীর বিবেক৷ তাঁদের পেশাগত কাজে বাঁধা প্রদানের উদ্দেশ্যে যদি কেউ অনভিপ্রেত ঘটনা ঘটিয়ে থাকে তাহলে আইনানুগ ভাবে তাদের বিচার হওয়া উচিৎ৷
এ বিষয়ে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর হায়দার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত ১২ফেব্রুয়ারী, দৈনিক বাঁকখালী, দৈনিক দৈনন্দিন, কক্সবাজার নিউজ.কম সহ বিভিন্ন পত্রিকায় শাহজাহানের বিরুদ্ধে "কুতুবদিয়ায় সরকারী খাল দখল করে পুকুরের বাঁধ নির্মাণ" শিরোনামে সংবাদ প্রকাশ হয়৷ ঐ সংবাদের জের ধরেই মূলত আরমান উদ্দেশ্যপ্রনোদিত ভাবে দৈনিক বাঁকখালী পত্রিকার সাংবাদিককের উপর হামলার চেষ্টা করেন বলে সাংবাদিক শাহেদ এর দাবী৷ কারণ খাল দখলে অভিযুক্ত শাহজাহান আরমানের পিতা৷
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com