মোঃ আরাফাত সানী, টেকনাফ
কক্সবাজারের টেকনাফ পৌরসভারস্থ পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে পুলিশ অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবাসহ দুই জনকে আটক করা হয়েছে।
শুক্রবার সকালে টেকনাফ ৭১ ডটকম কে এ তথ্য নিশ্চিত করে টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলীম জানান বৃহস্পতিবার রাতে পৌরসভার টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানার এস.আই মোঃ রফিকুল ইসলাম রাফি সঙ্গীয় অফিসার এস আই হুসাইন আহমেদ, এস আই মোঃ নাছরুল্লাহ রুবেল, এ এ সআই নাজির হোসাইনের নেতৃত্বে সঙ্গীয় পুলিস ফোর্স অভিযান চালিয়ে ১লাখ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। এ সময় ইয়াবা সরবরাহের কাজে ব্যবহৃত একটি অটোরিক্সা (সিএনজি) জব্দ করা হয়।
আটককৃতরা হলেন,টেকনাফ সদর ইউনিয়নের বরইতলী এলকার মৃত আব্দুল কাদেরের ছেলে রবিউল(২৭) ও একই ওয়ার্ডের কেরুনতলী এলাকার নুর মোহাম্মদের ছেলে নুরুল ইসলাম (২২)।
তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com