নিজস্ব সংবাদদাতা,
টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকার জমি বিরোধ ও পূর্ব শত্রুর জেরে এক অসহায় জেলে পরিবারের উপর হামলার অভিযোগ উঠেছে।
গত ২০ ফেব্রুয়ারী (রবিবার) শাহপরীর দ্বীপ মাঝের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। থানায় দেওয়া অভিযোগ ও সাংবাদিকদেকে দেওয়া ভিডিও বার্তায় জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে দীর্ঘদিন আবু শামা প্রকাশ (বাড়ুর) পুত্র মােহাম্মদ ফিরােজ পকাশ ঘটনা (৫০) এবং ফিরােজ এর পুত্র নেজাম (২৫) সহ ৪/৫ মিলে তাদের কে অতর্কিত হামলা চালায়।
এ বিষয়ে (২৮ ফেব্রুয়ারী) সোমবার সকালে টেকনাফে সাংবাদিকদের দেওয়া এক সংবাদ সম্মেলনে আরো জানান, উক্ত এলাকার আবু শামা প্রকাশ (বাড়ুর) পুত্র মােহাম্মদ ফিরােজ প্রকাশ ঘটনা ফিরোজ ও হেলাল দীর্ঘদিন ইয়াবা ও মানব পাচার করে আসছে। তাদের নামে মানব পাচার ও ইয়াবার একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে মৃত কালা মিয়ার পুত্র সোনা আলী বাদী হয়ে টেকনাফ মডেল থানার আবু শামা প্রকাশ (বাড়ুর) পুত্র মােহাম্মদ ফিরােজ (প্রকাশ) ঘটনা ফিরোজ (৫০), ফিরােজ এর পুত্র নেজাম (২৫) ও ফিরোজসহ ৪/৫ এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
বর্তমানে আমি প্রাণনাসের হুমকিতে নিরাপত্তা হীনতার ভুগছি। তারা যে কোন মুহূর্তে আমাদের পরিবারের উপর হামলা করতে পারে। আমি ঘটনার বিষয়ে স্থানীয় প্রশাসন ও আইন প্রয়োগকারীসহ জনপ্রতিনিধিনের সহযোগীতা কামনা করছি।
সংবাদ সন্মেলনে সোনা আলী’র পুত্র মনজুর আলম আরও জানান, তারা শাহপরীদ্বীপের মাঝের পাড়া এলাকার থেকে একাধিক মানব পাচার মামলার মালিকানাধীন ফিশিং বােট শাহপরীর আসামি কতৃক মােটা অংকের চাঁদা দ্বীপের জেটিতে নােঙ্গর করে। একদাবী, না পেয়ে প্রাণনাশের হুমকিতে পর্যায়ে ডাংগার পাড়া এলাকার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এক চিহ্নিত মানবপাচারকারী একাধিক জেলে পরিবার। ঘটনার বিবরণে মামলার আসামি(মানবপাচার মামলা জানা যায়,
আবু শামা প্রকাশ বাড়ুর পুত্র মােহাম্মদ ফিরােজ শাহপরীর দ্বীপের জেটিতে মনজুরকে তার মালিকানাধীন ফিশিংবােট না রাখতে বলে জানাই মঞ্জুর। ফিরােজকে ফিশিংবােট না রাখতে দেয়ার কারণ জানতে চাইলে, ফিরােজ বলেন জেটিতে বোট রাখতে হলে ৪০ হাজার টাকা চাঁদা দিতে হবে অন্যতায় জেটিতে বুট রাখা যাবে না। মঞ্জুর চাদা দিতে অপারগতা প্রকাশ করিলে মানব পাচারকারী ফিরােজ তাকে হুমকি দেয় তার মালিকানাধীন ফিসিং বােটটি জন্দ করে রাখবে এবং ফিশিং বােটে, বাড়িতে ইয়াবা ঢুকিয়ে পুলিশকে ধরিয়ে দেবে। এমনকি প্রাণনাশের হুমকি দেয় এলাকার চিহ্নিত মানবপাচারকারী মােহাম্মদ ফিরােজ।
এই ব্যাপারে ঘটনার মূলহোতা ফিরােজ প্রকাশ ঘটনা ফিরোজের সাথে মোবাইল ফোনে যােগাযােগ করা হলে তিনি মিথ্যা নয় বলে প্রতিবেদকে নিউজ না করার জন্য হুমকি দেয়।
Leave a Reply