নাছির উদ্দীন রাজ, টেকনাফ।
কক্সবাজার টেকনাফে বাংলাদেশ বর্ডার গার্ড (২বিজিবি) ব্যাটালিয়ন সদস্যরা মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশের সময় কাঠ ভর্তী এক ট্রলার কে জব্দ করেছে। ওই ট্রলার থেকে ৬ মিয়ানমার নাগরিক কে আটক করেছে। পরে তাদের স্বীকার উক্তি মতে ট্রলারে তল্লাশি করে ১কেজি ক্রিস্টাল মেথ বা আইস ও উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে নাফ নদী সীমান্তে উক্ত অভিযান চালিয়ে তাদের আটক করে বিজিবি।
আটকরা হলেন, মিয়ানমার আকিয়াব জেলার
মৃত মুজিবুল্লাহর ছেলে মোঃ ইলিয়াস (৫৫), করিম উদ্দীনের ছেলে মোঃ করিম(২০) মোঃ আরমানের ছেলে মোঃ ইমাম হোসেন (২৭), মোঃ আবুল কালামের ছেলে মোঃ শাহ আলম (৩০),মৃত জাকারিয়ার ছেলে মোঃ ফোরকান(২৬) ও আব্দুল করিমের ছেলে মোঃ আব্দুল হাফেজ(৪০)।
বৃহস্পতিবার সকালে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার সকালে গণমাধ্যম পাঠানো এক সংবাদ বিঙপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার বিজিবি’র একটি বিশেষ টহল দল মিয়ানমার হতে অবৈধ কাঠ বোঝাই একটি ট্রলার নাফনদী পার হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করছে দেখতে পেয়ে তাদের থামার সংকেত দিলে ট্রলার টি পালানোর চেষ্টা করে। পরে তাদের ধাওয়া করে আটক করেন বিজিবি সদস্যরা।
তিনি আরো জানান, জব্দ কৃত কাঠ ও ট্রলার টেকনাফ শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে, ধৃত ব্যক্তি ও উদ্বার কৃত আইস আইনি কার্যক্রম সম্পন্ন করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com