নিউজ রুম টেকনাফ ৭১
টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উলুচামরি এলাকার নাসির উদ্দীন ৫লাখ ৬০ হাজার টাকা আমাদের মা সহ ভাইদের হাতে
ধার দিয়ে তাহা ফেরত চাওয়ায় হইলে তাহাকে দিচ্ছে না বলে যে ভিডিও সাক্ষাৎ কার দিয়েছে কিছু অনলাইন মিডিয়াতে। যাহা আমাদের দৃষ্টি গোচর হয়েছে। মূলত তাহার অভিযোগ সম্পুর্ন মিথ্যা বানোয়াট ও ভিত্তি হীন এবং উদ্দেশ্যপ্রণোদিত । সে আমাদের পরিবারের মানসম্মান ক্ষুন্ন করার লক্ষ্যে এলাকার কিছু কুচক্রী মহলের সাথে আঁতাত করে তা করছে ।
আমাদের কথা হচ্ছে মূলত আমাদের খালাত ভাই পরিচয় দান কারি নাসির নামের যুবকটি যদি আমাদের কাছ থেকে যদি টাকা পেয়ে থাকে তাহলে তিনি উপযুক্ত প্রমান ও সাক্ষী দেখাইতে পারে তা হলে আমরা তাহার পাওনা টাকা অবশ্যই ফেরত দেব। কিন্তুু আমাদের প্রশ্ন সে যে টাকার কথা বলছে সে রকম যদি কোন ঘটনা হয় তা হলে অবশ্যই দলিল পত্র থাকার কথা। কারণ বর্তমান যুগে যে যথয় আপন হোক না কেন অবশ্যই কিছুনা কিছু লিখিত প্রমান ছাড়া টাকা দেয় না। সে বার বার আমাদের পরিবারের মানসম্মান নিয়ে আরো অনেক বার এ রকম মিথ্যা রটনা রটিয়েছে। যদি ভবিষ্যতে এ রকম আর মিথ্যা বানোয়াট অপপ্রচার করে তাহলে তাহার বিরুদ্ধে আইনি আশ্রয় নিতে বাধ্য থাকিব। আমি সকলের দৃষ্টি আকর্ষন করছি।
প্রতিবাদ কারি....
সমুদা বেগম গং এর পক্ষে
নাম- মোহাম্মদ রফিক
পিতা- মৃত গুরামিয়া
গ্রাম - উলুচামরি ৬নং ওয়ার্ডে
হ্নীলা, টেকনাফ, কক্সবাজার।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com