মোঃ আরাফাত সানি, টেকনাফ
কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউপির নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ একজন রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা। শনিবার (১৯ মার্চ) বিকেলে ঐ ক্যাম্প থেকে তাকে আটক করা হয়।
আটক যুবককে একই ক্যাম্পের ব্লক-ডি এর নাছিরের ছেলে মোঃ জোবাইর (২১)। এপিবিএন পুলিশের দাবী, আটক রোহিঙ্গা ডাকাত দলের সক্রিয় সদস্য।
শনিবার রাতে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক বলেন, নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লক এলাকায় ডাকাতির প্রস্তুতির গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টাকালে রোহিঙ্গা ডাকাত মোঃ জোবায়ের (২১), পিতা-নাছির, ব্লক-ডি, শেড নং-৭৪৯/১, এমআরসি-৬৩১১৪, নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পকে গ্রেফতার করে এবং ঘটনাস্থল হতে দেশীয় তৈরি ৩ টি চাপাতি, ৪ টি বিভিন্ন সাইজের রামদা,১ টি হাতুড়ি, ২ টি ছুরি এবং ১ টি লোহার পাইপ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, দেশীয় অস্ত্রসহ আটক রোহিঙ্গাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com