সংবাদদাতা,
কক্সবাজার জেলার অন্যতম ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজে জাতীয় স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ শনিবার (২৬ মার্চ) সকাল ৯ টা ১ মিনিটে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবসের কর্মসূচি শুরু হয়।
পরেশহীদ মিনারে গিয়ে পুষ্পমাল্য এবং বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন কলেজের প্রভাষকবৃন্দ, ট্রাস্টি বোর্ডের সদস্যগন,শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারিবৃন্দ ।পর পরই শুরু হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান। এতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আ.ন.ম. তৌহিদুল মাশেক তৌহিদ, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজ ট্রাস্টি বোর্ডের সদস্য ও কক্সবাজার জেলা আওয়ামী লীগ এর ত্রান ও সমাজ কল্যান সম্পাদক, এইচ.এম. ইউনুছ বাঙালী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেমোরিয়াল কলেজ ট্রাস্টি বোর্ডের সদস্য ইব্রাহীম খলিল ৷ আরো উপস্থিত ছিলেন কায়সার রশীদ , প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ ৷ মুহাম্মদ হোছাইন কুতুবী, প্রভাষক, ইংরেজি বিভাগ। মুহাম্মদ হেলাল উদ্দিন, প্রভাষক ,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ৷ আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ বাঙালী জাতির এক ঐতিহাসিক গৌরবময় দিন। এই স্বাধীনতা অর্জন করতে বাঙালী জাতিতে অনেক অগ্নি-পরীক্ষার সম্মুখীন হতে হয় ৷ ১৯৫২ এর ভাষা আন্দোলন ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, ১৯৭০ সালের নির্বাচন এবং সবশেষে ১৯৭১ সালের দ্বীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই মহান স্বাধীনতা অর্জিত হয়। পরিশেষে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় ৷
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com