নিজস্ব প্রতিনিধি,টেকনাফ
টেকনাফ পৌর সভায় সরকারি ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে চলছে সড়ক নিমার্ণ কাজ। তারাই ধারাবাহিকতায় টেকনাফ পৌরসভার ৫নং ওয়ার্ড হাই স্কুল মাঠের উওর পাশ দিয়ে আবহাওয়া অফিস সংলগ্ন নবনির্মিত সড়কে একাংশে অনিয়মের অভিযোগ তুলেছে স্থানীয়রা। নির্মিত সড়কের এক পাশে জমে রয়েছে পানি। রাস্তায় এমন নিম্নমানের কাজ হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দেখেও দেখছে না। এতে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
টেকনাফ পৌর সভার কার্যালয় সূত্রে জানা যায়, অলিয়াবাদ হাজী ইমাম হোসেনের বাড়ি হইতে আবহাওয়া অফিস পর্যন্ত আর সি সি দ্বারা নির্মিত সড়কটি মেসার্স জাকাউল্লা এন্ড ব্রাদার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করতেছে। সড়ক নির্মাণে অনিয়ম ও পানি জমে থাকার বিষয়ে জানতে চাইলে তিনি অস্বীকার করেন। পানি জমে থাকার বিষয়ে জানতে চাইলে তিনি দেখবে বলে জানান।
সরেজমিন গিয়ে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রাস্তার কিছু অংশে নিম্নমানের ইটের খোয়ার ওপর প্রাইমকোর্ট দিয়ে তার ওপর কার্পেটিং করা হচ্ছে। যার কারণে দাবিত হয়ে পানি জমে আছে বলে জানান এলাকাবাসী। বিটুমিনের পরিমাণ ও ব্যবহৃত পাথরের গ্রেডেশন নিয়েও আপত্তি করছে এলাকাবাসী। এতে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে স্থানীয় ৫নং ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল করিম মানিক জানান, নবনির্মিত সড়কের
একাংশে পানি জমে থাকার বিষয়টি দুঃখজনক হলেও সত্য আমি সরজমিনে গিয়ে দেখার পর টেকনাফ পৌর মেয়র হাজী মোহাম্মদ ইসলাম কে অবগত করেছি। তিনি সংসিলিষ্ট ঠিকাদারকে অবগত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান।
এদিকে স্হানীয় এলাকার বাসিন্দা হাফেজ আহমদ জানান, আমার বাড়ির সামনে নবনির্মিত সড়কে জমে রয়েছে পানি। সামনে আসছে বর্ষা একটু বৃষ্টি হলেই এই এ সড়কে পানি জমে থাকবে। উক্ত সড়কে জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হবে দিনের পর দিন। এতে চলাচলের ক্ষেত্রে চরম ভোগান্তির শিকার হচ্ছে ওয়ার্ডবাসী। এ বিষয়ে আমি সংসিলিষ্ট ঠিকাদার ও কাউন্সিলকে অবগত করেছি। বিষয়টি পুনরায় মেরামত করার টেকনাফ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ইসলাম এর দৃষ্টি আকর্ষণ করছি।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com