নাছির উদ্দীন রাজ, টেকনাফ।
দেশের এক মাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের
বেওয়ারিশ কুকুর গুলোর পুনর্বাসন কার্যাক্রম শুরু করেছে টেকনাফ উপজেলা প্রশাসন।
রবিবার (২৭ মার্চ) বিকালে টেকনাফ উপজেলা
প্রাণী সম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সহযোগিতায় এবং উপজেলা পরিষদের বাস্তবায়ন উক্ত কার্যক্রম শুরু করা হয়েছে।
সেন্টমার্টিনে বেওয়ারিশ কুকুর বেশী হওয়ার কারণে প্রতিনিয়ত স্থানীয় বাসিন্দা, আগত পর্যটক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যাতায়াতের অসুবিধা, পর্যটক সহ এলাকা বাসী কে প্রতিনিয়ত কোন না কোন ভাবে আক্রমনের শিকার হতে হয়তো। তাই সকলের দির্ঘ দিনের দাবির প্রেক্ষিতে কুকুর গুলো ধরে সেন্টমার্টিন থেকে অন্যত্রে সরিয়ে নেয়ার উদ্যোগ গ্রহন করেছে টেকনাফ উপজেলা প্রশাসন।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী জানান , এলাকা বাসী ও দ্বীপে আগত পর্যটকদের কুকুরের আক্রমন থেকে বাচাতে এমন উদ্বেগ গ্রহন করা হয়েছে। এ অভিযান সপ্তাহ ব্যাপি চলবে। তবে আটক কুকুর গুলোর যেন ক্ষতি না হয় সে জন্য টেকনাফের মূল ভূখন্ডে তাদের পুনর্বাসন করা হবে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com