টেকনাফ ৭১ ডেস্ক,
রমজান মাসের চাঁদ উদিত হওয়ার সঙ্গে সঙ্গে সারা পৃথিবীজুড়ে নেমে এলো এক আধ্যাত্মিক স্পন্দন। রুহানিয়াতের দোলায় বিশ্বের সকল মুসলমানের চিত্ত হলো আলোকিত। রহমত,বরকত, নাজাতের পয়গাম নিয়ে সূচিত হলো আত্মিক ও শারীরিক পরিশুদ্ধির মাস। পবিত্র মাহে রমজান উপলক্ষে শুভেচ্ছা টেকনাফ পৌরবাসী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে টেকনাফ পৌরসভা প্যানেল (মেয়র ০২) ও ২নং ওয়ার্ডের কাউন্সিলর হাফেজ এনামুল হাসান।
তিনি আরও জানান, পবিত্র মাহে রমজান উপলক্ষে নিজ এলাকা ও দেশবাসীকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। পবিত্র রমজান মাসে একজন রোজাদার মহান রাব্বুল আলামিনের কাছে করুণা ভিক্ষা করলে সন্তুষ্টচিত্তে তিনি বান্দাকে ক্ষমা করে দেন। এই পবিত্র রমজানে আল্লাহর নৈকট্য লাভের আশায় একজন প্রকৃত মুমিন সারাদিন সবক্ষেত্রে সংযমী থাকেন। রমজান মাস হলো বরকতের মাস, কেননা মানুষের গুনাহগুলো দুরীভূত করে তার আত্মিক ও আধ্যাত্মিক পূর্ণতার ক্ষেত্র সৃষ্টি করে সিয়াম সাধনা। রোজা রাখার উদ্দেশ্যও হচ্ছে পাপ থেকে বিরত থাকা, ঈমান ও তাকওয়া অর্জন করা। সুতরাং রমজান মাসের অবদান বহুমাত্রিক ও সর্বজনীন শুভেচ্ছা।
শুভেচ্ছান্তে,
হাফেজ এনামুল হাসান
প্যানেল মেয়র ২ টেকনাফ পৌরসভা।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com