নাছির উদ্দীন রাজ, টেকনাফ
কক্সবাজার টেকনাফে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। সোমবার (৪এপ্রিল) সকালে র্যালি ও আলোচনা সভা মাধ্যমে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
একাডেমি সুপার ভাইজার নুরুল আবছারের পরিচালনায় টেকনাফ উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা কায়সার খসরুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভুমি এরফানুল হক চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি।
প্রধান অতিথি তাহার বক্তব্য বলেন, ভূগর্ভস্থ পানির অপ্রয়োজনিয় ব্যবহার বন্দ করতে হবে। রোহিঙ্গা আসার কারণে যে সমস্ত এনজিও পানি নিয়ে বিক্ষিপ্ত ভাবে উপজেলার বিভিন্ন ইউপিতে কাজ করছেন তাহা উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় রেখে করলে ভাল হয়। যে সমস্ত এলাকায় পানির সংকট সে এলাকাগুলো সনাক্ত করে তাদের পানি সেবা দেয়ার ব্যবস্তা গ্রহন করুন।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, নাদী, খাল সহ যে সমস্ত পানির উৎস আছে তা এখন অনেকেই দখল করে রেখেছেন। যাহার কারণে ভূগর্বের পানি অতি মাত্রায় উত্তোলনের কারণে ভূমিকম্পের আসংক্ষ দিন দিন বাড়ছে। তবে আমরা যদি বৃষ্টির পানি অথবা নাদী নালার পানি সংরক্ষণ করতে পারি তা হলে পরিশোধন করে খাবার পানিতে পরিনত করে ব্যবহার করলে যেমন পানির সমস্যা কেটে যায় তেমনি ভূমিকম্প হতে মুক্তির সম্ভাবনা থাকে।
Leave a Reply