জুবাইরুল ইসলাম জুয়েল,বাহারছড়া টেকনাফ
কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী এলাকার বাহারছড়া শামলাপুর লামার বাজার সংলগ্ন আব্দু কোম্পানির বাড়ির সামনে আজিজুর রহমান নামে (৫ বছরের) এক শিশুকে কক্সবাজার হয়ে শামলাপুর আসার পথে এক সিএনজি গাড়ির ধাক্কায় মুমূর্ষু অবস্থায় শামলাপুর আছার বনিয়া আই-আর-সি হাসপাতালে নিয়ে যান, এমন অবস্থায় হাসপাতাল কর্তৃপক্ষ কক্সবাজার রেফার করলে, কক্সবাজার যাওয়ার পথে মারা যান শিশুটি। বুধবার (১৩ এপ্রিল) সন্ধ্যা ছয়টার দিকে এই দূর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলের স্থানীয় উপস্থিত পথচারী মোঃ সওকত ও মোদির দোকানী মোঃ ফারুক বলেন, সিএনজি গাড়িটি ইফতারের সময় বেপরোয়া গতি কক্সবাজার হয়ে, আসার পথে, মাতাব্বর নামে সিএনজি চালকের গড়ির ধাক্কায় (আব্দুর রহমান মাঝি রোহিঙ্গা) ছেলে আজিজুর রহমান (০৫) রাস্তা পারাপার সময়, ধাক্কা লেগে ঘটনাস্থলে পড়ে যায়, এসময় শামলাপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুর মোহাম্মদের নেতৃত্বে এসআই মীর'জামাল ও এসআই জালালের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে আই'আর'সি হাসপাতাল ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com