বিশেষ সংবাদদাতা,
টেকনাফ উপজেলা সহকারী কমিশনার ভূমি এরফানুল হক চৌধুরী নিম্মোক্ত তফসিলের জমি সরজমিনে পরিদর্শন করে কোন ধরনের জমি দখল অবকাঠামো নির্মাণ বন্ধের নির্দেশ দিয়েছেন।
(১২ এপ্রিল) মঙ্গলবার বিকেলে বাদীর দেওয়া অভিযোগের প্রেক্ষিতে তিনি স্বশরীরে ঘটনাস্হল পরিদর্শন করে বাদী বিবাদীর উপস্থিতিতে এই নির্দেশনা প্রদান করেন।
উপজেলা সহকারী ভূমির নিকট বাদীর দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, টেকনাফ পৌরসভার ৩ নং ওয়ার্ডের কায়ুখখালী পাড়া এলাকায় টেকনাফ মৌজার সড়ক ও জনপদ বিভাগের অধিগ্রহণকৃত ১৩ শতক জমি যাহার তফসিল নং আর এস দাগ ৫৫৬০ এর বিএস দাগ ৪৫২,৪৫৩ এর ৬৭১ এর বিএস খতিয়ানের ৮৮৫ নং কবলা ভূয়া ও মিথ্যা বানোয়াট ভাবে সৃজন করে সরকারি জমি গ্রাস করে ও জবর দখল করে মৌলভী আশরাফ আলী ও শওকত আলী। এই চক্রের মুল উদ্দেশ্য হচ্ছে মিথ্যা ভূয়া দলিল বি এস খতিয়ান ও অবৈধ দিয়ারা খতিয়ান সৃজন করে ভূমি জবর দখল করার অপচেষ্টা চালিয়ে আসছিলেন। এ বিষয়ের জমির মালিক পক্ষের জহিরুল ইসলাম বাদী হয়ে টেকনাফ উপজেলা নিবার্হী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি বরাবরে বিবাদী আশরাফ আলী গং এর বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়। এরই প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাদী বিবাদী উভয় পক্ষকে বিরোধপূর্ণ জমির স্বপক্ষের মুল কাগজ পএ নিয়ে হাজির হওয়ার নোটিশ প্রদান করেন। নির্দিষ্ট সময়ে বাদী জমির মুল কাগজ পএ নিয়ে হাজির হলেও বিবাদীগন অসম্পূর্ণ ও ভূয়া কাগজ পএ নিয়ে হাজির হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উভয় কগজপত্র পরিক্ষা করে উপজেলা সহকারী কমিশনার ভূমিকে উক্ত জায়গার গিয়ে কোন ধরনের অবকাঠামো নির্মাণ করতে না পারে সে নির্দেশনা বলা হয়। এর পরেও ঐ ভূমি দস্যু আশরাফ আলী গং রা পেশি শক্তির বলে উক্ত জমি দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।তারা টেকনাফের চিহ্নিত ভূমিদস্যু।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com