নাছির উদ্দীন রাজ, টেকনাফ
মুজিববর্ষে একজন মানুষও ভুমিহীন এবং গৃহহীন থাকবেনা। এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ হতে আশ্রায়ন প্রকল্প -২ এর আওতায় তৃতীয় ধাপে সারা দেশের মত টেকনাফেও ৪০ পরিবার কে ঘর সহ ভুমির দলিল হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে জাতীয় অনুষ্ঠানের সাথে সমন্বয় রেখে কক্সবাজারের টেকনাফ উপজেলা প্রশাসন আয়োজনে পরিষদ মিলনায়তনে উপকারভোগীদের কাছে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কায়সার খসরুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল, টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, সহকারী কমিশনার ভুমি এরফানুল হক চৌধুরী সহ সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এর আগে তৃতীয় পর্যায়ে সারাদেশে ৩২ হাজার ৯০৪টি পরিবারকে জমিসহ ঘর দেওয়ার কর্মসূচি ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে
উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নির্বাহী কর্মকর্তা মোঃ কায়সার খসরু বলেন, তৃতীয় ধাপে টেকনাফে ৪০টি পরিবারকে নতুন ঘর দেওয়া হয়েছে। তবে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর এ মহৎ উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ (মুজিবর্ষে) দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না, প্রধানমন্ত্রীর এমন ঘোষণা বাস্তবায়নে শুরু হয়েছিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের সুচনা । এ জন্য সারাদেশের মতো টেকনাফে তৃতীয় ধাপে ভূমিহীন ও গৃহহীন ৪০টি পরিবার নতুন ঠিকানা পেয়েছেন। এর আগে দুই ধাপে টেকনাফ উপজেলায় আরও ২৬২টি পরিবারকে জমিসহ ঘর উপহার দিয়েছিলেন প্রধানমন্ত্রী।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com