জেলা প্রতিনিধি, ঢাকা পোস্ট
কক্সবাজারের টেকনাফে প্রতি কেজি গরুর মাংস ৯০০ টাকা করে বিক্রির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) টেকনাফ পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাংসের বাজারে এ চিত্র দেখা গেছে।
জানা গেছে, অন্যান্য দিন গরুর মাংস ৬০০ থেকে ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হলেও শবে কদরের জন্য আজ সেই মাংস বিক্রি হচ্ছে ৮০০-৯০০ টাকায়। মাংস কেনার সামর্থ্য না থাকায় অনেকে দাম শুনে বাসায় ফিরে গেছেন।
সাধারণ মানুষের অভিযোগ, উপজেলা প্রশাসনের উদাসীনতায় ব্যবসায়ীরা এত বেশি দামে মাংস বিক্রি করার সুযোগ পেয়েছে। টেকনাফে মাংসের বাজারে ভোক্তা অধিকার বা উপজেলা নির্বাহী কর্মকর্তা সঠিকভাবে মনিটরিং করছে না।
হ্নীলায় রশিদের মাংসের দোকানে দাঁড়ানো কয়েকজন ব্যক্তি জানান, সকাল থেকে চড়া দামে মাংস বিক্রি হচ্ছে। মাংসের বাজারে কারও নজরদারি নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়সার খসরুর মুঠোফোনে বেশি দামে মাংস বিক্রির কথা জানতে চাইলে বলেন, এসিল্যান্ড স্যার মনিটরিং করছে। হ্নীলা এলাকার কথা বললে ঠিক আছে বলে তিনি ফোন কেটে দেন।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com