নাছির উদ্দীন রাজ, টেকনাফ
কক্সবাজার টেকনাফের নাফনদী হয়ে সাঁতার কেটে বাংলাদেশে মাদক নিয়ে প্রবেশের সময় ১কেজি ৬০গ্রাম আইস ও ১০হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবক কে আটক করেছে বিজিবি। আটক ব্যক্তি ২৫নং রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের কালু মিয়ার পুত্র মোঃ সাকের আলী (২২)। উদ্ধার কৃত মাদকের বাজার মূল্য আনুমানিক ৫ কোটি ৬০লক্ষ টাকা।
সোমবার (৯মে) রাতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন সদর ও দমদমিয়া বিওপির বিশেষ টহলদল উক্ত অভিযান পরিচালনা করেন।
সোমবার সকালে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এক সংবাদ বিঙপ্তিতে গণ মাধ্যম কে জানান,
সোমবার রাতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন সদর ও দমদমিয়া বিওপির বিশেষ টহলদল মিয়ানমার হতে মাদকের চালান আসার খবরে জাদিমোরা ওমরখাল সংলগ্ন কেওড়া বনে কৌশলে অবস্থান নেয়। কিছুক্ষণ পর একজন চোরাকারবারী সাঁতার কেটে নাফনদীর শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশ সীমান্তে আসতে দেখে বিজিবি জওয়ানেরা তাকে চ্যালেঞ্জের করলে পালানোর চেষ্টা কালে বিজিবি সদস্যরা ধাওয়াকরে নদীর তীরবর্তী হতে ধরতে সক্ষম হয়। পরে তাহার দেহ তল্লাশি করে কোমরে বাধাঁ গামছা হতে ৫ কোটি ৬০লক্ষ টাকা মূল্যমানের ১ কেজি ৬০গ্রাম আইস ও ১০হাজার পিস ইয়াবা উদ্ধার করেন।
তিনি আরো জানান ,এই ব্যাপারে পৃথক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর জব্দকৃত মাদকসহ ধৃত রোহিঙ্গা মাদক পাচারকারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
Leave a Reply