টেকনাফ প্রতিনিধি
কক্সবাজারের উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে মালয়েশিয়া যাওয়ার পথে সেন্টমার্টিন উপকূল থেকে ৩৩ রোহিঙ্গাকে আটক করেছে নৌবাহিনী।
বৃহস্পতিবার (১৯ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নৌবাহিনীর ক্যাপ্টেন ও বানৌজা আলী হায়দার জাহাজের অধিনায়ক সোহেল আযম।
তিনি জানান, বুধবার রাতে দালাল চক্রের মাধ্যমে মালয়েশিয়া যাচ্ছিল এক দল রোহিঙ্গা। তারা উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। ক্যাম্প থেকে বেরিয়ে টেকনাফের বাহারছড়ায় জড়ো হয় তারা। সেখান থেকে একটি পয়েন্ট দিয়ে নৌকায় ওঠে গভীর সমুদ্রের উদ্দেশ্যে রওনা দেয়। পরে নৌবাহিনীর টহল জাহাজ তাদের সেন্টমার্টিন থেকে আটক করে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান নৌবাহিনীর এই কর্মকর্তা।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com