সংবাদ বিজ্ঞপ্তি,
কক্সবাজার জেলার সদর থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করে ০৫ টি প্রতিষ্ঠানকে সর্বমোট এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা জরিমানা করেছে র্যাব-১৫।
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলছে। এছাড়াও যেসকল প্রতিষ্ঠান/ব্যক্তি সাধারণ জনগণের সাথে প্রতারণা করে, তাদের দমনে র্যাব নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আসছে।
ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, বিভিন্ন দোকানগুলোতে মেয়াদ উত্তীর্ণ, নকল, নিষিদ্ধ সামগ্রী মজুদ, বিক্রি ও ওজনে কারচুপি, বিভিন্ন হোটেল-রেস্তোরায় অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করছে। এগুলো ব্যবহার/ গ্রহণের ফলে মানুষজন ক্ষতিগ্রস্থ ও অসুস্থ হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে র্যাব-১৫ ও বিএসটিআই এর যৌথ অভিযানে ১৯ মে ২০২২ তারিখে জনাব মোঃ মাজহারুল ইসলাম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, র্যাব ফোর্সেস সদর দপ্তর, কুর্মিটোলা, ঢাকা এর সহযোগীতায় কক্সবাজার জেলার সদর থানাধীন বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এবং বিএসটিআই আইন ২০০৮ মোতাবেক ১। ওভেন বেককে ৫০,০০০/-, ২। কাশেম স্টোরকে ৪০,০০০/-, ৩। মা-মনি স্টোরকে ২৫,০০০/-, ৪। সিজলকে ৩০,০০০/-, ৫। পউষী রেস্তোরাকে ৫০,০০০/- জরিমানা করে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com