নাছির উদ্দীন রাজ, টেকনাফ
কক্সবাজার টেকনাফের হোয়াইক্যং ২১নং চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে আবারো রোহিঙ্গার অনুপ্রবেশের ঘটনা করেছে। তাহারা ভারতের জম্মু কাশ্মীর রিফিউজি ক্যাম্প হতে এসেছে বলে জানাগেছে। অনুপ্রবেশ কারি রোহিঙ্গারা হল,
গুল বাহার (৬০), আবু তাহের (২৭),হামিদা বেগম (২৪),আবুল মনসুর (২১), ইয়াছমিন (১৮), খুশিদা (০৩) ও আয়েশ। ওই সাত জন একই পরিবারের সদস্য।
মঙ্গলবার সকালে চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে হতে তাদের আটক করেন ১৬ এপিবিএন পুলিশ।
সন্ধ্যায় গণমাধ্যম পাঠানো এক সংবাদ বিঙপ্তিতে ১৬ এপিবিএন পুলিশের অধিনায়ক তারিকুল ইসলাম জানান,
০৭ সদস্যদের একটি পরিবার অজ্ঞাত দালালের মাধ্যমে মৌলভীবাজার সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে মঙ্গলবার সকালে গোপনে ক্যাম্পের
গুল বাহারের ছেলে আবুল কাশেম (২৫)এর ঘরে (নং-১০৩, ব্লক-ই/১) আশ্রয় নেয়। সংবাদ পেয়ে ১৬ এপিবিএন পুলিশের একটি টিম তাদের আটক করে।
তিনি আরো জানান, ধৃতদের পরবর্তীতে সিআইসির নির্দেশনায় বর্নিত রোহিঙ্গা পরিবারটি কুতুপালং ট্রানজিট ক্যাম্পে স্থানান্তরিত করা হয়েছে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com