সংবাদ বিজ্ঞপ্তি,
কক্সবাজার জেলার সদর থানাধীন সুগন্ধা পয়েন্ট এলাকা থেকে র্যাব-১৫ এর অভিযানে চারজন
ছিনতাইকারী আটক
২১/০৫/২০২২ তারিখে র্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়, কক্সবাজার জেলার সদর থানাধীন কক্সবাজার জেলার পৌরসভাস্থ ১২ নং ওয়ার্ড সুগন্ধা বীচ হোটেল প্রাসাদ প্যারাডাইসের বিপরীত পাশের ঝাউবাগনের ভিতরে কতিপয় অপরাধী চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করার জন্য ঘোরাফেরা করছে। তাৎক্ষণিকভাবে র্যাব-১৫ এর একটি আভিযানিক দল ২১/০৫/২০২২ খ্রিঃ রাত ২৩.১০ ঘটিকায় বর্ণিত স্থানে পৌঁছালে ০৩ জন পুরুষ ও ০১ জন মহিলা দৌঁড়ে পালানোর চেষ্টা করলে ১। নুর মোহাম্মদ তাসমিন হোসেন (২২), পিতা- রফিকুল ইসলাম সিরাজ, মাতা- আনোয়ারা বেগম, স্থায়ী ঠিকানা ঃ সাং- বার্মিজ মার্কেট বৌদ্ধ মন্দির রোড কক্সবাজার পৌরসভা, ২। আব্দুররহিম (২৭), পিতা- কাদের আহাম্মদ, মাতা- রশিদা বেগম, স্থায়ীঠিকানা- পূর্ব কলাতলী চন্দ্রনীমাঠ, ০৮নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, ৩। মোঃ রাহাত (১৯), পিতা- মৃত মোজাফফর মাতা-রুবি আক্তার, সাং-পূর্ব পাহাড়তলী, ওয়ার্ড নং ০৭, কক্সবাজার পৌরসভা, ৪। সেতারা বেগম (২৪) (রোহিঙ্গা), পিতা- মৃত করিম, মাতা- মৃত জোবেদা বেগম, বর্তমানে - সাং- সমিতিপাড়া ০১নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, সর্বথানা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজারদের গ্রেফতার করে। তখন বিধি মোতাবেক উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদের দেহ তল্লাশী করে ০২ টি ছুরি ও ১,৫১৫ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, তারা পেশাদার ছিনতাইকারী ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সেবন ও বিক্রয়সহ নিজেদের দখলে ছুরি, চাকু (অস্ত্র) রেখে লোকজনকে ভয়ভীতি প্রদর্শন এবং আঘাত দানের মাধ্যেমে চুরি, ছিনতাই ইত্যাদি অপরাধমূলক কার্যক্রম করে থাকে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।##
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com