বুধবার ১ জুন আমাদের মাতৃভূমি ও কক্সবাজার থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক আমাদের কক্সবাজারে প্রকাশিত" টেকনাফের মানবপাচারকারী মাহমুদুল হক ও আজিজুল হক সিন্ডিকেটের নিয়ন্ত্রণে" শিরোনামে সংবাদটি আমার চোখে পড়েছে যা দেখে আমি রীতিমত শিওরে উঠেছি। আমি অন্তত ভারাক্রান্ত মন নিয়ে বলতে চাই আমার বিরুদ্ধে প্রকাশিত অপবাদগুলো সংবাদ নয়,আমার বিরুদ্ধে সাজানো একটি মিথ্যা অপবাদের গল্প।
এমন মিথ্যা বদনাম করা যেমন ইসলামি বিধানমতে পাপ তেমনি মনুষ্যত্ব বিবর্জিত। কোন ধরনের যাচাই-বাছাই ছাড়া এবং সু-নিদৃষ্ট তথ্য উপাত্ত ছাড়া মনগড়া বদনামের গল্প টাইপ করে একজন মানুষের সন্মান নষ্ট করা কোন দায়িত্ববান ও পেশাদার সাংবাদিকতার পরিচয় বহন করেনা। আমি গেল ইউপি নির্বাচনে আমাকে আমার এলাকার মানুষ যথেষ্ট ভোট দিয়েছে আমার জনপ্রিয়তা দেখে তারা হতবাক। উক্ত অপবাদনামায় বলা হয়েছে আমার ভাই ও আমাদের শক্তিশালী সিন্ডিকেট রয়েছে এবং অস্ত্র রয়েছে যা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত। আমি খুবই সাধারণভাবে দেশের সকল আইন মেনে সামাজিকভাবে পারিবারিক জীবন যাপন করে আসছি। মিশুক নিরহংকারী ও পরোপকারী মানুষ হিসেবে এলাকায় আমার খুবই জনপ্রিয়তা ও গ্রহনযোগ্যতা রয়েছে,একটি চিহ্নিত মানবপাচারকারী কুচক্রী মহল আমার সুনাম ও মান সন্মান নষ্ট করে সামাজিকভাবে হেয় করার জন্য আমার বিরুদ্ধে এমন মিথ্যা প্রপাগন্ডা ছড়াচ্ছে।আরও প্রকাশ করা হয়েছে আমি সাংবাদিককে গালি দিয়েছি মূলত আমি গালি দিইনাই,কথিত কিছু লোক আমার কাছে মোবাইল ফোনে চাঁদা দাবী করলে আমি দিতে অসীকৃতি জানায়,কারণ আমি উক্ত কাজে জড়িত নাই, তাই এ সুযোগে আমার আশপাশের একটি প্রকৃত মানবপাচারকারী চক্র মিলে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করে আসছে।
আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই,আমার বিরুদ্ধে প্রচারিত সকল অপপ্রচারে আপনারা বিভ্রান্ত হবেননা। ভবিষ্যতে এ ধরনের সংবাদ পরিবেশন করিলে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব।
প্রতিবাদকারি
মাহমুদুল হক ও আজিজুল হক,
মহেশ খালি পাড়া,টেকনাফ সদর
টেকনাফ কক্সবাজার।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com