নাছির উদ্দীন রাজ, টেকনাফ
কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলী খালী গহীন পাহাড় হতে অপহরণ কৃত আয়াত উল্লাহ (১৪) নামের এক ভিকটিমকে উদ্ধার করেছে কক্সবাজার র্যাব-১৫ সিপিসি-১ টেকনাফ সদস্যরা। এ সময় অপহরণ চক্রের মূল হোতা মাঈন উদ্দীন (২৪) কে আটক করা হয়েছে। উদ্ধার আয়াত উল্লাহ (১৪) উখিয়া থাইয়্যংখালী রোহিঙ্গা ক্যাম্প ১৪ এর মাহমুদুর রহমানের ছেলে। আটক মাঈন উদ্দীন হ্নীলা আলীখালী এলাকার নুরুল আলমের পুত্র(২৪)।
ভিকটিমের মা আনোয়ারা বেগম (৪৫) জানান, গত ১১ জুন বিকালে আয়াত উল্লাহ (১৪) বোনের বাড়িতে বেড়ানোর উদ্দেশ্য থাইয়্যংখালী থেকে হ্নীলা ইউপির লেদা মৌলভী পাড়াতে আসেন। ১৩ জুন তাহার জরুরি প্রয়োজনে নিকটস্থ লেদা বাজারে যায় আয়াত উল্লাহ । সেখান থেকে বিবাদীরা আমার ছেলে কে অসৎ উদ্দেশ্যে কোথাও অপহরন করে নিয়ে যায়। পরে বিবাদীরা কয়েকটি মোবাইল নং হতে আমাদের সাথে যোগাযোগ করে ছেলে কে ছেড়ে দেবে বলে ১০ লাখ টাকার মুক্তিপণ দাবি করেন। আমি মুক্তিপন দিতে অনিহা প্রকাশ করলে আমার ছেলেকে প্রাণে মেরে লাশ গুমকরবে বলে হুমকিও দেন। এমতা অবস্থায় কোন উপায় না দেখে কক্সবাজার র্যাব-১৫ সিপিসি-১ টেকনাফ কে অবগত কলে তাহারা গহীন পাহাড়ে অভিযানে গিয়ে আমার ছেলে কে উদ্ধার ও অপহরণ চক্রের সদস্য কে আটক করেন। তবে আব্দুল গফুরের ছেলে আবছার উদ্দীন (২৫) ও শামি আলম পিতা অজ্ঞাত কে আটক করতে পারেনি র্যাব। ১৫ জুন রাতে আমার ছেলে কে জীবন উদ্ধার করায় র্যাব-১৫ কে ধন্যবাদ জানায়।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com