নাছির উদ্দীন রাজ, টেকনাফ
নিজ দেশ মিয়ানমারের ফিরে যেতে রোহিঙ্গা শিবিরে রোহিঙ্গারা বিক্ষোভ মিছিল করেছে। রবিবার (১৯ জুন) সকালে টেকনাফের হ্নীলা জাদিমুড়া শালবাগান রোহিঙ্গা ক্যাম্পে উক্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় টেকনাফের বিভিন্ন ক্যাম্পে অবস্থানরত অধিকাংশ রোহিঙ্গারা অংশ গ্রহন করেন বলে দাবি রোহিঙ্গা নেতাদের।
রোহিঙ্গা নেতা ক্যাম্প লিডার জাফর জানান, আমরা বিক্ষোভ মিছিলে দাবি করেছি, বাংদেশ আমাদের জন্ম ভুমি নয়, তাই বাংলাদেশে অবস্থান রত সকল রোহিঙ্গাদের মিয়ানমার সরকার কে মিয়নমারে ফিরে নিতে হবে। সে দেশে ফেরত নিয়ে অন্যান্য জাতি গুলোর মত আমাদের স্বাধীন করে চলাচলের সুযোগ দিতে হবে। মিয়ানমার সরকারকে আমাদের রোহিঙ্গা বলে স্বীকার করে মিয়ানমারের নাগরিকত্ব দিতে হবে। ১৩৫ প্রকারের মিয়ানমার নাগরিকদের মত শিক্ষা, সরকারি চাকুরি ও চিকিৎসা এবং ব্যবসা বানিজ্যের ক্ষেত্রে সমঅধিকার দিতে হবে। মিছিলের নেতৃন্তদেন ক্যাম্প লিডার জাফর আলম, বদরুল ইসলাম, হেড মাঝি কামাল উদ্দীন সহ আরো অনেকেই।
এদিকে স্থানীয় কয়েকজন সচেতন মহল জানিয়েছে, আমরাও চাই রোহিঙ্গাদের যত দ্রুত সম্ভব প্রত্যাবাসন করে সে দেশে পাঠিয়ে দেয়া হোক। কারণ যাদের আমরা মানবতা দেখিয়ে আশ্রয় দিয়েছিলাম তারা এখন দিন দিন হিংস্র হয়ে যাচ্ছে। নিজেরা নেজেদের মধ্যে খুন,গুম,অপহরণ ও অস্ত্র বাজিতে মেতে উঠেছে। রোহিঙ্গা ক্যাম্প হতে প্রতিনিয়ত দফায় দফায় আইন শৃঙ্খলা বাহিনী দেশী-বিদেশী অত্যাধুনিক অস্ত্র উদ্ধার করেছে। যাহার কারণে স্থানীয়দের মাঝে সব সময় আতঙ্কে বিরাজমান। অন্তত সে আতঙ্ক থেকে মুক্তি দিতে আমরা তাদের প্রত্যাবাসনের জোর দাবি জানাচ্ছি ।
এ বিষয়ে অতিরিক্ত রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দোজা জানান, রোহিঙ্গারা আমাদের বলেছিল, তাদের নিজ দেশ মিয়ানমারের ফিরে যাওয়ার দাবিতে ছোট আকারে ক্যাম্পে দাড়িয়ে প্লেকার্ড প্রদর্শনসহ মিছিল করবে মনে হয় তা করেছে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com