মোঃ আরাফাত সানি,টেকনাফ
৭২ ঘন্টার মধ্যে মোটরসাইকেল চোর সিন্ডিকেটের মুল হুতা কক্সবাজারের ইব্রাহিম বিন কাশেম সম্রাট (২২) কে চোরাইকৃত মোটরসাইকেল সহ আটক করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। আটক ব্যক্তি হলেন কক্সবাজার পৌরসভার ৩ নং ওয়ার্ড পান বাজার এলাকার মৃত আবুল কাশেমের পুত্র ইব্রাহীম বিন কাশেম সম্রাট(২২)।
সোমবার (২০ জুন) সকালে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান।
তিনি জানান,গত ১৮ জুন টেকনাফ পৌরসভাস্থ সী কোরাল রিসোর্টের নীচ তলা থেকে নাটোর জেলা থেকে আগত পর্যটকের একটি আর১৫বি৫ ভার্সন ঢাকা মেট্রো ল ৩৪-৯৪১৭ নাম্বারের মোটরসাইকেল চুরি হয়।তারই পরিপ্রেক্ষিতে একই দিন মোটরসাইকেলের মালিক নাটোর জেলার উত্তর বরগাছা এলাকার মৃত মকবুল হোসেনের পুত্র মেহেদি হাসান বাদী হয়ে টেকনাফ মডেল থানায় অভিযোগ করলে ১৯ জুন রবিবার টেকনাফ মডেল থানার এসআই মাহমুদুল হাসানের সঙ্গীয় ফোর্স ও চকরিয়া থানা পুলিশের সহযোগিতায় চকরিয়া থানার সাহারবিল ইউপি এলাকা থেকে আসামীসহ চোরাইকৃত মোটরসাইকেলটি উদ্ধার করতে সক্ষম হয়।
তিনি আরও জানান,উক্ত মোটরসাইকেল চোর সিন্ডিকেটে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
আটক চোর কক্সবাজার জেলার মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য ও দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন উপজেলা থেকে মোটরসাইকেল চুরি করে রং চেসিজ ইত্যাদি পরিবর্তন করে বিভিন্ন স্থানে বিক্রি করে বলে জনশ্রুতি রয়েছে।জেলায় এ চোর চক্রের একটি বিশাল সিন্ডিকেট রয়েছে বলে অভিযোগ নানা মহলের।
এ বিষয়ে মোটরসাইকেলের মালিক মেহেদি হাসান জানান,আমার মোটরসাইকেল চুরি হওয়ার পরে টেকনাফ মডেল থানায় অভিযোগ দেয়ার সাথে সাথে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহন করে ৭২ ঘন্টার মধ্যে উদ্ধার করে দেওয়ায় টেকনাফ মডেল থানা পুলিশের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
এদিকে নাটোর জেলা থেকে বেড়াতে আসা পর্যটকের চুরি হওয়া মোটরসাইকেল সফলতার সাথে উদ্ধার হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে টেকনাফ মডেল থানা পুলিশের প্রতি ধন্যবাদ জানান বিভিন্ন মহল।
তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে অন্যান্য চোরদেরও সনাক্ত করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে জোর দাবী জানান সচেতন লোকজন।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com