প্রেস বিজ্ঞপ্তি,
কক্সবাজারের সীমান্ত শহর টেকনাফের একটি স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন। টেকনাফ ব্লাড ডোনার’স সোসাইটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে স্বেচ্ছায় রক্তদান ও রক্তদানে সচেতনতামূলক কর্মসূচী, নানা ধরণের সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে উক্ত সংগঠনের সদস্য যারা রয়েছেন তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন সমাজের অসহায় রোগীকে রক্তের ব্যবস্থা করে দিতে। এবং মানুষকে রক্তদানে উৎসাহিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে উক্ত সংগঠনের সদস্যবৃন্দ। সংগঠনের কার্যক্রম আরো বিস্তৃত করার লক্ষ্যে নতুন করে সীমিত সংখ্যক সদস্য যুক্ত করা হচ্ছে উত্ত সংগঠনে।
সদস্য হতে যা যা লাগবে নিম্নোক্ত শর্ত গুলো পূরণ করতে হবে..
১ঃ- কক্সবাজার জেলার টেকনাফের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২ঃ- বয়স ১৮+ হতে হবে।
৩ঃ- স্বেচ্ছাসেবী কাজের মনোভাব থাকতে হবে।
৪ঃ- এনআইডি ফটো কপি
৫ঃ- রক্তের গ্রুপ
৬ঃ- ফোন নাম্বার
৭:- ২ কপি পাসপোর্ট সাইজের ছবি
৮:- ফর্ম ফি ১০০/ টাকা
অবশ্যই শর্ত সাপেক্ষে
এডমিন প্যানেল
টেকনাফ ব্লাড ডোনার‘স সোসাইটি
সদস্য হতে যারা ইচ্ছুক ব্যক্তিগণ নিম্নোক্ত তথ্য গুলোসহ ফোনে যোগাযোগ করতে পারেন।
জাহাঙ্গীর আকাশ এডমিন
+880 1880-921960
শাহাব উদ্দিন সিফাত এডমিন
01876-825606
Leave a Reply