নাছির উদ্দীন রাজ, টেকনাফ।
বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরতে যাওয়া কক্সবাজার টেকনাফে তিন জেলে কে সাত দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরী।
বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে টেকনাফ উপজেলার বাহার ছড়া মৎস্য ঘাটে উক্ত অভিযান পরিচালনা করা হয় ।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, সাবরাং এলাকার আলী আহাম্মদের পুত্র আব্দুল গফুর, টেকনাফ সদর ইউনিয়নের মৃত জালাল আহাম্মদের পুত্র নুর মোহাম্মদ ও মোঃ আলী।
টেকনাফ সহকারী কমিশনার ভূমি এরফানুল হক চৌধুরী জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা বঙ্গোপসাগরে মাছ শিকার করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তিন জেলে কে আটক করি। পরে ৫. ২০ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস ও ১০ মন মাছ উদ্ধার করা হয়। জব্দকৃত মাছগুলো স্থানীয় এতিমখানায় প্রদান করা হয়েছে।
অভিযানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সৈয়দ তৈমুর পাশা, টেকনাফ নৌ পুলিশের পুলিশ পরিদর্শক মোহাম্মদ নান্নু মিয়া ও টেকনাফ সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসাইন।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com