মোঃ আরাফাত সানি,আখতার হোসেন হিরু,টেকনাফ
কক্সবাজারের টেকনাফে পুলিশের বিশেষ অভিযানে ১টি বিদেশী পিস্তল ১ রাউন্ড গুলি ১টি ম্যাগজিন সহ এ যুবকে আটক করেছে।
শনিবার রাতে তাকে আটক করা হয়, ধৃত যুক টেকনাফ সদর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড নাজিরপাড়া এলাকার মোহাম্মদ ইউনুছের পুত্র আব্দুল আমিন প্রকাশ জিসান (২৫)। সেই স্থানীয় ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য এনামুল হক মেম্বারের আপন ভাগিনা।
রবিবার (১৩ নভেম্বর) যায়যায়দিন কে এ তথ্য নিশ্চিত করে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানার ইন্সপেক্টর অপারেশন আব্দুর রাজ্জাক, এসআই সাজ্জাদ সজিব ও এএসআই সাখাওয়াতের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ১২ নভেম্বর (শনিবার) বিকাল ৫ টার দিকে সদর ইউনিয়ন নাজিরপাড়া এলাকা থেকে বিদেশী পিস্তল, গুলি, ম্যাগজিনসহ উক্ত যুবক কে আটক করতে সক্ষম হয়।
এসময় আটক আসামীর ব্যবহৃত কালো রংয়ের একটি পালসার মোটরসাইকেলও জব্দ করা হয়।
ওসি আরও বলেন, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে অত্র এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিল।অবশেষে পুলিশ সদস্যরা তাকে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করে পরবর্তী কার্যক্রম শেষ করার জন্য কক্সবাজার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com