মোঃ আরাফাত সানি,টেকনাফ
কক্সবাজারের টেকনাফে ৩০ হাজার পিস ইয়াবা বড়িসহ এক মাদক কারবারি কে আটক করেছে বিজিবি। আটক যুবকের নাম মোঃ আব্দুল্লাহ (৩০)। সেই উপজেলার সাবরাং ইউপির নয়া পাড়া এলাকার আবুল কাশেমের ছেলে। তার কাছ থেকে উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৯০ লাখ টাকা বলেও জানায় বিজিবি।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, উপজেলার সাবরাং ইউপির নয়া পাড়া এলাকায় মাদক ব্যবসায়ী আব্দুল্লাহ গেল (৩০ অক্টোবর) ইয়াবার একটি বড় চালান মায়ানমার হতে পাচার করে। তখন থেকে ওই মাদক কারবারি দিকে বিজিবির গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে গণমাধ্যমে পাঠানো এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন
টেকনাফ (২ বিজিবি) ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।
তিনি জানান, উক্ত মাদক কারবারী মায়ানমার হতে ইয়াবা ট্যাবলেট পাচারের উদ্দেশ্যে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ সাবরাং বিওপি'র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় লুকায়িত রেখেছে। উক্ত সংবাদের ভিত্তিতে (১৫ নভেম্বর) ভোর সাড়ে চারটার দিকে সাবরাং বিওপি'র সীমান্ত সুরক্ষা টহলদল বিআরএম-৫ হতে আনুমানিক ১০০ দক্ষিণ-পূর্ব কোণে এবং ৪নং পোষ্ট হতে ৩০০ গজ উত্তরে বেড়ী বাঁধ সংলগ্ন লবণ মাঠ হতে উক্ত সন্দেহভাজন ইয়াবা কারবারী মোঃ আব্দুল্লাহ'কে আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বেড়ী বাঁধ সংলগ্ন কেওড়া বাগানে একটি গাছের গোঁড়ায় বিশেষভাবে লুকায়িত অবস্থায় কালো পলিথিনে মোড়ানো ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আইনি কার্যক্রম শেষে জব্দ মাদক ও আটক যুবককে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com