প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৪, ৩:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৬, ২০২২, ৭:৫০ পি.এম
টেকনাফে ইজিবাইকে ইয়াবা পাচারকালে ৭০ হাজার ইয়াবাসহ তিনজন মাদক কারবারি আটক ||Teknaf 71
মোঃ আরাফাত সানি, টেকনাফ।
কক্সাবাজার টেকনাফ পৌর শহরের লামার বাজার এলাকায় অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
বুধবার সন্ধ্যায় গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করে র্যাব জানায়, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল আজ (১৬ নভেম্বর) সকাল ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানাযায়, টেকনাফ পৌর শহরের বড় হাজী মার্কেট মিষ্টিবন দোকানের উত্তর পাশে টেকনাফ পৌরসভার লামার বাজার হইতে টেকনাফ ঝর্ণাচত্তরগামী পাকা রাস্তার নিকট এক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত তিন আসামীর কাছ থেকে সর্বমোট ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি অটোরিক্সা উদ্ধার করা হয়।
ধৃত আসামিরা হলেন, উপজেলার সাবরাং ইউপির শাহপরীর দ্বীপের পশ্চিম বাজার পাড়া এলাকার আলী আহমদ এর ছেলে শাহ আলম, মৃত আবুল হাসেম মফিজুর রহমান, উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ০৩, ব্লক- এএ৩ এর তবারক হোসেন ছেলে
নুর বশর।
র্যাব আরও জানান, ধৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানাযায় আটক মাদক ব্যবসায়ীরা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ ইয়াবা ট্যাবলেটসমূহ সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে টেকনাফ ও কক্সবাজার শহরের বিভিন্ন জায়গায় বিক্রয়ের উদ্দেশ্যে তাদের নিজ হেফাজতে রেখেছিল।উপরোল্লিখিত ইয়াবাসহ র্যাব-১৫ এর আভিযানিক দলের কাছে ধৃত হয়।
উদ্ধারকৃত ইয়াবা আটক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com