প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৮:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৭, ২০২২, ৪:৪২ পি.এম
বাঙ্গালহালিয়া নাইক্যছড়া বন্যা হাতি আতঙ্কে ১৫০ পরিবার ||Teknaf71
উচ্চপ্রু মারমা, রাজস্থলী রাঙ্গামাটি থেকে
রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের নাইক্যছড়া এলাকায় প্রায় ১৫০টি পরিবার বন্যা হাতি আতঙ্কে রাত কাটছে, রাজস্হলী উপজেলার নাইক্যছড়া এলাকার বিভিন্ন ফসলের ক্ষেত ফসলি জমি ক্ষয়ক্ষতি তাণ্ডব চালাচ্ছে। ফলে রাত জেগে পাহারায় রয়েছেন এলাকার জনসাধারণ। সন্ধ্যা হলেই নেমে আসে লোকালয়ে হানা দেয় ফসলী জমিতে, এতে ফসল রক্ষায় নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসীরা।
স্থানীয় এলাকাবাসীর জানান, রাজস্হলী উপজেলার পাহাড়ি সীমান্তে প্রায় ৬০ কিলোমিটার সীমান্ত চষে বেড়ায় ৩০-৪০ টি বন্য হাতির দল। এতে মানুষ আতঙ্কে রয়েছে। সকাল গড়িয়ে বিকাল হলেই নেমে আসে লোকালয়ে। নষ্ট করে আমন ধান ও সবজি খেত। অর্ধেক খেয়ে এবং পা দিয়ে পৃষ্ট করে ধান ও সবজি খেত নষ্ট করে।তখন এলাকাবাসী ফসল ও বাড়িঘর রক্ষা করতে এলাকাবাসী মশাল জ্বালিয়ে ঢাকঢোল পিটিয়ে হইহুল্লোড় করে প্রতিরোধের চেষ্টা করেন। কিন্তু গত কয়েকদিন ধরে তাতে কোন কাজ হচ্ছে না।
নাইক্যছড়া এলাকাবাসী জানান,কয়েক মাস ধরে আমরা আতঙ্কে আছি। সারা রাত ভরে আমাদের কষ্টে গড়া ফসলি জমি ও বিভিন্ন রকমের ক্ষেত পাহাড়া দিয়েও ফসল রক্ষা করতে পারতেছিনা। এলাকাবাসী আরো বলেন সরকারের কাছে দ্রুত দাবি জানাই আমাদের সীমান্তবাসীকে হাতির তান্ডব থেকে রক্ষা করতে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com