সংবাদ বিজ্ঞপ্তিঃ
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনস্হ ১২টি সংস্থার মধ্যে দেশসেরা হয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। বিগত ২০২১-২২ অর্থবছরে কার্য সম্পাদন এবং প্রকল্প বাস্তবায়নে ৯৭ শতাংশ সাফল্য অর্জন করে এই শীর্ষ স্থান অধিকার করে কউক।
২২ নভেম্বর মংগলবার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব মোঃ মাহাবুবুর রহমান স্বাক্ষরিত বিগত ২০২১-২০২২ অর্থবছরের কার্য সম্পাদনের এই মূল্যায়ন ফলাফল প্রকাশ করা হয়।
ঘোষিত মূল্যায়নে দেশের অন্য ১১টি সংস্থাকে পেছনে ফেলে সকল ক্যাটাগরিতে সেরা পারফরম্যান্স ছিলো কউকের।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের এই মূল্যায়নে দ্বিতীয় হয়েছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ,তৃতীয় হয়েছে গণপূর্ত অধিদফতর,চতুর্থ হয়েছে হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট,পঞ্চম হয়েছে সরকারি আবাসন পরিদপ্তর,ষষ্ঠ হয়েছে নগর উন্নয়ন পরিদপ্তর,সপ্তম হয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ,অষ্টম হয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ,নবম হয়েছে স্থাপত্য অধিদপ্তর,দশম হয়েছে অভ্যন্তরীণ নিরীক্ষা অধিদপ্তর, এগারোতম খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ এবং বারোতম হয়েছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ।
২০২১ এর জুন হতে ২০২২ এর জুন পর্যন্ত কর্ম পরিকল্পনা সম্পাদনায় দেশে প্রথম স্থান অর্জন করায় কক্সবাজারের সর্বস্তরের জনগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান, আধুনিক কক্সবাজারের স্বপ্নদ্রষ্টা লে.কর্ণেল (অব.) ফোরকান আহমদ।
তাঁর দায়িত্বকালীন সময়কে বিশেষ স্বীকৃতি প্রদান করায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়কে তিনি ধন্যবাদ জানান।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com