নাছির উদ্দীন রাজ, টেকনাফ
কক্সবাজার টেকনাফে বাংলাদেশ বর্ডার গার্ড (২বিজিবি) ব্যাটালিয়ন সদস্যরা অভিযান চালিয়ে ২কেজি ১২৮ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস ও ২০হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। যাহার আনুমানিকমূল্য ১১কোটি ২৪লাখ টাকা বলে দাবি করে বিজিবি। তবে উক্ত ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
রবিবার (১১ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যম পাঠানো এক সংবাদ বিঙপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ (২বিজিবি) ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।
২বিজিবি জানান ,শনিবার রাতে টেকনাফ (২বিজিবি) ব্যাটালিয়নের অধীনস্থ হোয়াইক্যং খারাংখালী সীমান্ত তল্লাশি চৌকির ৫শ গজ দক্ষিণ-পশ্চিম দিক হতে লবণের মাঠ দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে এমন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর ও খারাংখালী চৌকির দুইটি টহলদল ওই এলাকায় কৌশলে অবস্থান নেন।
পরে রোববার ভোরে বিজিবির টহলদল দুজন ব্যক্তিকে মিয়ানমার থেকে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে লবণ মাঠের দিকে আসতে দেখে। আগত ব্যক্তিদেরকে চ্যালেঞ্জ করে বিজিবি দ্রুত তাদের দিকে অগ্রসর হলে ব্যক্তিদ্বয় বিজিবির উপস্থিতি আছ করতে পেরে দুটি পোটলা ফেলে অন্ধকারের সুযোগে নাফ নদীতে ঝাপ দিয়ে দ্রুত মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে কারবারীদের ফেলে যাওয়া পোটলা উদ্ধার করে তল্লাশি চালিয়ে ২ কেজি ১২৮ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস ও ২০হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
তিনি আরো জানান, উদ্ধার করা মাদক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com