নাছির উদ্দীন রাজ, টেকনাফ
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ড.গাজী কামরুল ইসলাম বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) সকালে রংগীখালী স্টুডেন্ট ফোরামের আয়োজনে উক্ত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার ৫৩ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫৩২জন শিক্ষার্থী পরিক্ষায় অংশ গ্রহন করেন বলে জানাগেছে। এরি মধ্যে মাদ্রাসা
৪র্থ শ্রেণি হতে ১১৫ জন, স্কুল থেকে ১৪০ জন, ৭ম শ্রেণি মাদ্রাসা থেকে ১৩২ জন, স্কুল থেকে ১৪৫ জন।
সকালে ওই পরিক্ষা পরিদর্শনে আসেন, রঙ্গিখালী দারুল উলুম ফাজিল (ডিগ্রী) মাদরাসার গভর্ণিং বডির সহ সভাপতি এইচ এম ইউনুছ বাঙ্গালী, হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনন্দময় ভৌমিক, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুল আবছার, সাবেক ছাত্র লীগ নেতা ও ক্রীড়াবিদ তারেক মাহমুদ রনি, হ্নীলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, রংগীখালী ০৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গুরা মিয়া, সিকদার ফাউন্ডেশনের চেয়ারম্যান সারওয়ার কামাল সিকদার।
ড.গাজী কামরুল ইসলাম বৃত্তি পরীক্ষায়
চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন রংগীখালী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মাওলানা ফরিদুল ইসলাম,পরীক্ষা নিয়ন্ত্রক হেলাল উদ্দিন, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক শাহীন সরওয়ার ও আতাউল হক বিন মুসা,কেন্দ্র সচিব ছিলেন মনছুর আলম।
উল্লেখ্য রংগীখালী স্টুডেন্ট ফোরামের সভাপতি কামাল উদ্দীন ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন জানান , আমরা প্রতিবছরের মত এবারেও ছাত্র/ছাত্রীদের মেধা বিকাশে বৃত্তি পরীক্ষার আয়োজন করেছি। ভবিষ্যতে তা অব্যাহত থাকবে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com