নাছির উদ্দীন রাজ, টেকনাফ
কক্সবাজারের টেকনাফ হ্নীলা লেচুয়াপ্রাং এলাকার অপহরণ হওয়া ৪ কৃষকের মধ্যে ৩ জন ৬ লাখ টাকা মুক্তি পন দিয়ে মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন বলে জানাগেছে। তবে মৃত আবুল হোছনের পুত্র আব্দু সালাম (৪৮) এখনো অপহরণ কারিদের হাতে বন্দী। মঙ্গলবার
(১০ জানুয়ারি) সন্ধ্যায় অপহরণ কারিদের আস্তানা হতে তারা মুক্ত হন। ফিরে আসা তিন জন হলেন, গুরা মিয়ার পুত্র আব্দুর রহমান (৪০),ফজল করিমের ছেলে আব্দুল হাকিম (৪৫) ও রাজা মিয়ার ছেলে মুহিব বুল্লাহ(১৫)।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক কলেজ ছাত্র জানান, রোহিঙ্গা ক্যাম্পের শালবাগানের পাহাড়ে তাদের স্বজনেরা মুক্তিপনের টাকা বুঝিয়ে দেন। অপহরণ কারি চক্রের সদস্যরা টাকা বুঝে পেলে বন্দী তিন জনকে হ্নীলা রংগীখালী গাজীপাড়া পাহাড়ে ছেড়ে দিলে তারা বাড়িতে ফিরে আসেন।
তিনি আরো জানান, তবে তাদের গায়ে অসংখ্য নির্যাতনের চিহ্ন রয়েছে। প্রাথমিক ভাবে তারা স্থানীয় ভাবে চিকিৎসা নিচ্ছেন বলে জানাগেছে। কিন্তুু ফিরে আসা কৃষকেরা জানিয়েছেন, যে বন্দী রয়েছে তাহার অবস্থা আশঙ্কাজনক। তাকে এমন ভাবে মারধর করেছে তার পরিহিত কাপড় গায়ের সাথে লেগে গেছে। গায়ের কাপড় উঠাতে চাইলে কাপড় গুলো ছিড়ে যাচ্ছে।
গত শনিবার অপহরণ হওয়া কৃষকেরা তাদের জমিতে কৃষি চাষ করা অর্থাৎ ভুট্টা ক্ষেত গুলো হাতির আক্রমন থেকে রক্ষা করতে পাহাড়ে চৌকি করতে গেলে পাহাড়ি সন্ত্রাসীরা তাদের ৪জন স্থানীয় কৃষকদের তাদের বাসা থেকে অপহরণ করে নিয়ে যায়।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com