মো. আরাফাত সানি, টেকনাফ।
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে
দীর্ঘ প্রায় ৭ বছর পর কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে পৌর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন রেজাউল করিম ধইল্যা ও রেকর্ড সংখ্যক ১১৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জনপ্রিয় ছাত্র নেতা মোহাম্মদ আব্দুল্লাহ।
রবিবার (০৫ ফেব্রুয়ারি) বিকেলে টেকনাফ পৌর শহরের হোটেল সি-কোরাল প্রাঙ্গনে জাতীয় সংগীতের পাশাপাশি জাতীয়- দলীয় পতাকা উত্তোলন শেষে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে টেকনাফ পৌর যুবলীগের আহ্বায়ক তোয়াক্কল হোসেন চৌধুরী'র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উদ্বোধনী বক্তব্যে বক্তব্যের মাধ্যমে সভার সূচনা করেন টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান নুরুল আলম।
টেকনাফ পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ আব্দুল্লাহ, রেজাউল করিম দৈল্লা ও হোসেন আহমদ এর যৌথ সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর। প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল। বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাঃ সম্পাদক মাহবুব মোর্শেদ, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাঃ সম্পাদক ফজলুল কবির ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া, সন্মানিত অতিথি'র বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাবেক সাঃ সম্পাদক নুর হোসেন চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি আবুল কালামসহ কক্সবাজার জেলা থেকে যুবলীগ নেতারা।
এ সময় জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর বলেন- আজ যারা সভাপতি-সম্পাদক পদে জয়ী হবেন তারা বঙ্গবন্ধুর তনয়া প্রধানমন্ত্রী হাতকে শক্তিশালী করতে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস, জ্বালাও-পোড়াও সহ যে কোন সংগ্রামে তাদের সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করে সকল ষড়যন্ত্র রাজপথেই মোকাবেলা হবে।
পরে রাত আটটায় টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ে দ্বিতীয় অধিবেশনে উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলুল কবিরের সঞ্চালনায় জেলা সভাপতি ও সাঃ সম্পাদকসহ নেতৃবৃন্দের উপস্থিতিতে কাউন্সিলরদের কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে হাড্ডাহাড্ডি লড়াই করে লটারির মাধ্যমে সভাপতি নির্বাচিত হয় রেজাউল করিম ধইল্যা এবং ১২৮ ভোটের মধ্যে রেকর্ড সংখ্যক ১১৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যুব নেতা মোহাম্মদ আব্দুল্লাহ।
জয়ের পর গণমাধ্যমে এক ভিডিও বার্তায় নবনির্বাচিত সভাপতি রেজাউল করিম ধইল্যা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ বলেন, জয়-পরাজয় আল্লাহর হাতে, আমরা সবাই এক, আমাদের মধ্যে কোন ভেদাভেদ নাই। বঙ্গবন্ধুর তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করবো ইনশাআল্লাহ।###
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com