নাছির উদ্দীন রাজ, টেকনাফ
কক্সবাজারের ৯টি থানার মধ্যে টেকনাফ মডেল থানা জেলার শ্রেষ্ঠ থানার সম্মাননা অর্জন করেছেন। সাথে অপরাধ দমনে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ট অফিসার ইনচার্জ (ওসি)নির্বাচিত হন আব্দুল হালিম , শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত নাসির উদ্দীন মজুমদার সহ ৪ এস আই ও এক এ এস আই পেয়েছে সম্মাননা স্মারক।
তারা হলেন এসআই (নি:) সাজ্জাদ হোসেন সজিব, এসআই (নি:)আব্দুল্লাহ আল ফারুক উভয়ই শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচিত হন। এছাড়াও শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচিত হন এসআই (নি:) রউফ বুলবুল ও এসআই (নি:) রোকনুজ্জামান। একই সাথে অভিন্ন মানদণ্ডে জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হন এসআই (নি:) আব্দুল্লাহ আল ফারুক, এএসআই হিসেবে মো:মহি উদ্দিন।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে বিষয় টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক নাসির উদ্দীন মজুমদার (তদন্ত)।
তথ্য সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে উক্ত সম্মাননা স্মারক প্রদান করেন কক্সবাজার জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম, পিপিএম (বার)।
এসময় আরো উপস্থিত ছিলেন, পিবিআই, কক্সবাজারের পুলিশ সুপার মোঃ সরোয়ার আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার উখিয়া সার্কেল মোঃ শাকিল আহমেদ, (বিপিএম) অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কক্সবাজার মোঃ জসীম উদ্দীন চৌধুরী,(পিপিএম) অতিরিক্ত পুলিশ সুপার,(ক্রাইম অ্যান্ড অপস্) অলক বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, মোঃ মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার মহেশখালী সার্কেল আবু তাহের ফারুকী, চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ তৌফিকুল আলম , সহ এপিবিএন, ট্যুরিস্ট ও সিআইডি পুলিশের প্রতিনিধিগণ এবং নয়টি থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন ইউনিট হতে আগত ইনচার্জ বৃন্দ।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com