সাইফুদ্দীন মোহাম্মদ মামুন, টেকনাফ
টেকনাফে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় কৃষিবান্ধব সরকারের দিক নির্দেশনা মোতাবেক সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৭০% ভর্তুকি মূল্যে কৃষাণীদের মাঝে ধান মাড়াইকরণ যন্ত্র পাওয়ার থ্রেসার বিতরণ করা হয়েছে। আজ (১৮ ফেব্রুয়ারী) শনিবার সকাল সাড়ে এগারোটায় বাহারছড়া ইউনিয়নের ঢালার মুখের বাসিন্দা কৃষাণী ফাতুমা খাতুন ও হোয়াইকং ইউনিয়নের চাকমা পাড়ার কৃষাণী তাইমি চাকমাকে এ পাওয়ার থ্রেসার দেওয়া হয়।
টেকনাফ উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এসএম শাহজাহানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা কৃষি অফিসার জাকিরুল ইসলাম। এছাড়াও সংশ্লিষ্ট ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ, গণমাধ্যমকর্মীসহ উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।
টেকনাফ উপজেলা কৃষি অফিসার জাকিরুল ইসলাম বলেন, কৃষিবান্ধব সরকারের সহযোগিতায় এ মেশিনের মোট মূল্য ১ লাখ ৫১ হাজর ২০০ টাকা হলেও কৃষাণীরা পেয়েছে মাত্র ৭৮ হাজার টাকায়। যার জন্যে আমি কৃষক-কৃষাণীসহ আমার অধিদপ্তরের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। জনস্বার্থে আমাদের দপ্তরের কার্যক্রম চলমান থাকবে। এছাড়াও এ ধান মাড়াই যন্ত্রের সঠিক ব্যবহার করলে টেকসইয়ের পাশাপাশি কৃষক কৃষাণীরা লাভবান হবে বলে তিনি জানান।
ভর্তুকি মূল্যে কৃষাণীরা থ্রেসার হাতে পেয়ে প্রধানমন্ত্রী সহ কৃষি অফিসার এর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com