টেকনাফ প্রতিনিধি।
টেকনাফের বাহারছড়া উত্তর শিলখালীস্থ মেরিনড্রাইভে রাতের আঁধারে যাত্রীবেশে চৌকিদার পাড়া যাওয়ার কথা বলে মেরিনড্রাইভে শিশু ইজিবাইক চালককে মারধর করার ঘটনা ঘটেছে। এসময় মো. হোসেন নামের এক যুবক পিছনে বসা থাকলেও হঠাৎ করে চালকের সামনে এসে স্টাডিং নিয়ে টানাটানি করে পরে শিশু চালক তাকে ছিনতাইকারী সন্দেহ করে তার কাজিনকে কল দেয় এতে যাত্রী গাড়ি থেকে নেমে মেরিনড্রাইভের ঝুপঝাড়ে লুকিয় পড়েন। পরে ফোন দিয়ে লোকজন এনে শিশু চালকসহ চারজন শিশুকে এলোপাতাড়ি লাথি-ঘুষি মেরে আহত করার অভিযোগ উঠেছে।
জানা যায়, মঙ্গলবার ( ২১ ফেব্রুয়ারী ) রাত আনুমানিক ৯টার সময় বাহারছড়া মনতলিয়া মেরিনড্রাইভ এলাকায় এই ঘটনা ঘটে। মারধরের শিকার শিশু ইজিবাইক চালাক স্থানীয় উত্তর শিলখালী নুরুল বশরের ছেলে মো. মিজান (১৩) এসময় মিজান তাকে রক্ষা করার জন্য তার কাজিন ব্যবসায়ী আবুল বশর কোম্পানির ছেলে মো. সোহেলকে ফোন দিয়ে ডাকলে সোহেল তার ছোট ভাই জুয়েল ও জিয়াসহ আসলে তাদেরও মারধর করা হয়। অভিযোগটি উঠেছে স্থানীয় চৌকিদার পাড়া আমির হোসেনের ছেলে মো. হোসেনের বিরুদ্ধে। এসময় তার সাথে ৪/৫ জন লোক ছিল।
ইজিবাইক চালক মিজান বলেন," শামলাপুর বাজার থেকে চৌকিদার পাড়া যাওয়ার কথা বলে মেরিনড্রাইভে জব্বার মুন্সির রাস্তা বরাবর এসে ভাড়া নিয়ে তর্ক করে।পরে পিছনে বসা থেকে হঠাৎ সামনে এসে স্টাডিং ধরে জোরে মুচড়ে গাড়ি নিয়ে চলে যেতে চায়। এসময় তার মুখে মাস্ক ও মাথা ঢেকে থাকায় তাকে সন্দেহ হলে তার চাচা ভাইকে কল দিলে সেই গাড়ি থেকে নেমে পালিয়ে যায় পরে মেরিনড্রাইভের নিচে ঝোপঝাড়ে লোকে থেকে সেই মোবাইলে কল দিয়ে লোক ডাকে পরে মেরিনড্রাইভের দক্ষিণ থেকে মোটরসাইকেল করে কয়েকজন লোক এসে আমাদের চারজনকে লাথি,ঘুষি ও চড়থাপ্পড় মেরে আহত করা হয়েছে।###
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com