নাছির উদ্দীন রাজ, টেকনাফ।
কক্সবাজার টেকনাফে সেন্টমার্টিন গামী জাহাজ বেক্রুজের স্টাফদের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে
কথা কাটাকাটির জেরে দুই পক্ষের মধ্যে হাতা হাতির ঘটনা ঘটেছে । এতে দুই শিক্ষার্থী আহত হয়েছে বলে জানাগেছে।
মঙ্গলবার (১৪ মার্চ) ওই ঘটনা সংগঠিত হয়।
স্থানীয় সূত্রে জানাগেছে, সেন্টমার্টিন হতে ফেরার পথে পর্যটক বাহী জাহাজ বেক্রুজের স্টাফদের সাথে কথা-কাটাকাটির জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে হাতাহাতি হয়। ওই ঘটনার রেস ধরে সন্ধায় জাহাজ থেকে ঘাটে নামতে আবারো তর্ক বিতর্কের এক পর্যায়ে ঝগড়া বেধে যায়। পরে সংঘর্ষ বড় আকারে ধারণ করলে জাহাজ কর্তৃপক্ষ টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে অবগত করার পর তাহার নির্দেশে টেকনাফ থানা পুলিশ, টুরিস্ট পুলিশ,নো পুলিশ, বিজিবি সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জেটিঘাটে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতির শান্ত হওয়ার পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পর্যটক শিক্ষার্থীদের পুলিশ স্কট দিয়ে তাদের গাড়ি যোগে কক্সবাজার এর উদ্দেশ্য পাঠানো হয়।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে জাহাজ স্টাফের সাথে কিছু ঘটনা ঘটেছে, আমরা শুনা মাত্র পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে শিক্ষার্থীদের নিরাপদে তাদের অবস্থানে পাঠিয়ে দিয়েছি।
তিনি আরো জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা হচ্ছে, তদন্ত সাপেক্ষে যাহারা দোষী প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয় জাহাজ মালিকের সাথে মোবাইলে যোগাযোগ করলে মারিক তোফায়েল আহমেদ জানান, আপনি যেভাবে শুনেছেন আমিও সে ভাবে শুনেঠি। তবে ওই ঘটনার জন্য আমি জাহাজ মালিক হিসেবে দুঃখ প্রকাশ করছি।
Leave a Reply