নাছির উদ্দীন রাজ টেকনাফ
কক্সবাজার টেকনাফের হ্নীলা এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারী কে আটক করেছে র্যাব-১৫। আটকেরা হলেন, ওয়াব্রাং এলাকার মৃত কালা মিয়ার ছেলে মোহাম্মদ ইসমাইল (৩৬) ও বদি আলমের ছেলে আবদুর রশিদ (৩৫)।
শানিবার (১৮ মার্চ) কক্সবাজার র্যাব-১৫ টেকনাফ সিপিসি-১ ক্যাম্পের একটি আভিযানিক দল তাদের আটক করেন।
র্যাব সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউপির ওয়াব্রাং ০৩নং ওয়ার্ডস্থ নূরানী মাদ্রাসার সামনে পাঁকা রাস্তার নিকট এক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে দুইজন মাদক কারবারিকে আটক করেন র্যাব সদস্যরা । পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদের দেহ তল্লাশী করে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, ধৃত ব্যক্তিরা পরস্পর যোগসাজসে ইয়াবা ট্যাবলেট টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে টেকনাফ ও কক্সবাজার শহরের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছিল মর্মে স্বীকার করে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনিয় আইনি ব্যস্থাগ্রহনের নিমিত্তে টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com