টেকনাফ প্রতিনিধি।
কক্সবাজারের টেকনাফে যুব-নেতৃত্বে লবনাক্ত জমিতে লবন সহনশীল ধান চাষ বিষয়ক প্রচারণা এবং এডভোকেসি সভার আয়োজন করেছে শাহ পরীর দ্বীপ যুব সংগঠনের সদস্যরা।
গত ১৯ মার্চ উপকূলীয় শাহপরীর দ্বীপ উত্তর পাড়ার এলাকায় এ প্রচারনা সভা অনুষ্টিত হয়।
এ সভায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা শফিউল আলম, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সোহরাব হোসেন এবং ইউপি সদস্য রেজাউল করিম, শেড প্রকল্প সমন্বয় কারী বদিউল আলম,
ইন্সপাইরেটর একশন এইড জেবা হুমাইরাসহ স্থানীয় লবনচাষী এবং যুব সংগঠন এর সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় শুরুতেই যুব সংগঠন এর সদস্যরা উপস্থিত সকলের সাথে সভার প্রতিপাদ্য তুলে ধরেন এবং উপস্থিত কর্মকর্তা দের অনুরোধ করেন সরকারি উদ্যোগে লবন সহনশীল ধান চাষ সম্পর্কে এলাকার লবনচাষীদের জানানো এবং বীজ সহ আরো অন্যান্য সাহায্য প্রদানের ব্যবস্থা করার৷
এ সময় উপ-সহকারী কৃষি অফিসার শফিউল আলম লবন সহনশীল ধান কোনগুলো, কিভাবে সেগুলো চাষ করা যায়, কিভাবে কৃষি অধিদপ্তর থেকে সেবা পাওয়া যায়, কি কি সেবা পাওয়া যায়, হেল্পলাইন নাম্বার এসব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি উপস্থিত সকলকে কৃষি অফিস থেকে সেবা গ্রহণের আহবান জানান।
এছাড়া সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সোহরাব হোসেন যুব উন্নয়ন অধিদপ্তর থেকে তরুনরা কিভাবে প্রশিক্ষণ পেতে পারে, কেন প্রশিক্ষণ নেয়া জরুরি এসব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
সভায় ইউিপ সদস্য রেজাউল করিম বলেন, অংশগ্রহণকারীদের কৃষিবিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ নিতে এবং নিজেদের দক্ষ করে গড়ে তুলতে আহবান জানান। এর পাশাপাশি আগ্রহী চাষীদের জন্য তিনি নিজ উদ্যোগে প্রশিক্ষণ এর ব্যবস্থা করার আশ্বাস প্রদান করেন।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com