দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
সাংবাদিকদের আরো বেশি দায়িত্বশীল ও ন্যায়পরায়ন হতে হবে বলে মনে করেন "বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম" ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।
বৃহস্পতিবার বিকেলে পটুয়াখালীর দুমকিতে নিউ স্টার চাইনিজ রেস্তোরাঁয় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, দুমকি উপজেলা শাখার সভাপতি এম আমির হোসেন এর সভাপতিত্বে আয়োজিত বার্ষিক ইফতার ও দোয়াঅনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে আরো বেশি দক্ষতা, বিচক্ষণতার পরিচয় দিতে হবে; নয়তো প্রথমআলোর ঘটনার মত পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সাংবাদিকদের মাঝে দলীয় রাজনীতি ঢুকে গেছে এ থেকে বেরিয়ে আসতে হবে। নয়তো ভবিষ্যতে এর চেয়ে ভয়াবহ পরিস্থিতির উদ্ভব হতে পারে। পেশাটির সাথে সম্পৃক্ত হাজার হাজার নবীন সাংবাদিককে চ্যালেঞ্জ মোকাবিলা করার লক্ষ্যে প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করে গড়ে তুলতে সরকারের নিকট তিনি আহবান জানান। ডিজিটাল নিরাপত্তা আইনের সংশোধন দাবি করে তিনি জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান, পটুয়াখালী জেলার সভাপতি মোঃ হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক মোঃ বাদল হোসেন, যুগ্ম সম্পাদক এম নাজিম উদ্দিন, মহিপুর উপজেলা বিএমএসএফের সম্পাদক বশির উদ্দিন, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম সালাম, মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান সিকদার, দুমকি থানার ওসি (তদন্ত) মোঃ মাহবুব আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়পার্টিসহ বিভিন্ন সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া ও ইফতার শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের দুমকি উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com