নাছির উদ্দীন রাজ টেকনাফ
টেকনাফের বাহার ছড়া ইউনিয়নে ঈদের আগে ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের ভিজিডি উপকার ভোগীদের মাঝে চাউল বিতরন করা হয়েছে। ৮৯৯জন কে ৩০ কেজি করে তিন মাসের মোট ৯০ কেজি করে প্রতিজন কে চাউল প্রদান করা হয়েছে।
সোমবার (১৭ এপ্রিল) সকালে টেকনাফ বাহারছড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে উক্ত চাউল বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাহার ছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকনের সভাপতিত্বে চাউল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখছেন উখিয়া-টেকনাফের সাবেক মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখছেন, টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন, বাহারছড়া পুলিশ ফাঁড়ি আইসি মশিউর রহমান, একাডেমিক সুপারভাইজার নুরুল আবছার, ৫ নং ওয়ার্ডের মেম্বার ও প্যানেল চেয়ারম্যান হুমায়ুন কাদের, ৭ নং ওয়ার্ডের মেম্বার ফরিদ উল্লাহ, মহিলা সদস্য জহুরা বেগমসহ সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিক বৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে বদি বলেন, আমি এমপি থাকা কালীন সময়ে উখিয়া-টেকনাফে রোহিঙ্গা অনুপ্রবেশের কারণে আমার এলাকায় ক্ষতিগ্রস্ত জনগণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চাউল সহায়তা বৃদ্ধির আবেদন করলে তিনি চাউলের বরাদ্দ বাড়িয়ে দেন। যার কারণে আমার এলাকায় অসহায় লোকজন এখনো তাহার সুফল ভোগ করছে ।
তিনি আরো বলেন, আগামী নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী কে ভোটের মাধ্যমে আবারো ক্ষমতায় আনতে হবে, তিনি যদি প্রধানমন্ত্রী না থাকেন এই ছাউল আপনারা আর পাবেন না সেজন্য আমাদের প্রধানমন্ত্রী সকলের " মা "শেখ হাসিনা যেন পুনরায় ক্ষমতায় আসার জন্য সকল কে দোয়া করতে হবে।
টেকনাফ উপজেলা চেয়ারম্যান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ চাউল বরাদ্দ দিয়ে আমাদের টেকনাফ বাসীকে ধন্য করেছেন। উক্ত চাউল যথাযথ বন্টন হচ্ছে কিনা তা সরজমিনে পরিদর্শনে এসেছি। সকালে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন ।
বাহার ছড়ার ইউপি চেয়ারম্যান খোকন বলেন, ২৩ সালের শুরু থেকে আপনাদের কে চাউল বিতরণ করার কথা ছিল। কিন্তুু আমাদের সমস্যার কারণে তা যথা সময়ে প্রদান করতে পারিনি বলে আমার জনগণের কাছে ক্ষমা ও দুঃখ প্রকাশ করছি। আগামীতে সমস্ত চাউল যথা সময়ে প্রদান করারহবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান বলেন, আজকে যে চাউল দেয়া হচ্ছে তা হল সরকারের পক্ষ থেকে সহায়তা। এই সহায়তা নিয়ে আপনারা আপনাদের সন্তানদেরকে পড়ালেখা করিয়ে দক্ষ নাগরিক হিসেবে তৈরি করার জন্য চেষ্টা করবেন। ভবিষ্যতে যেন আপনার ছেলে সন্তানরা উপার্জন করে খেতে পারে সেদিকে সকল মা বাবা দের দৃষ্টি রাখতে হবে ।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com