বিশেষ প্রতিনিধি, কক্সবজাার
বঙ্গোপসাগরের কক্সবাজারের নাজিরারটেক চ্যানেলে ভেসে আসা ফিশিং ট্রলার থেকে ১০ জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। এটি কোন দুর্ঘটনা নয় বলে ধারণা করছে তারা। কারণ জেলেদের হাত-পা বাঁধা ছিল।
রোববার (২৩ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
কক্সবাজার পৌরসভার ১নং সদস্য আক্তার উদ্দিন কামাল এসব তথ্য নিশ্চিত করেছেন।
উদ্ধার কাজ শেষ করে কক্সবাজার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খান খলিলুর রহমান দৈনিক বাংলা বলেন- ট্রলারটি থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করেছি। যাদের প্রত্যেকের হাত-পা বাঁধা ছিল। হয়তো তাদের হত্যার পর মাছ রাখার যে ফ্রিজ বা বিশেষ যে চেম্বার ট্রলারে রয়েছে সেখানে ঢুকিয়ে রাখে দুর্বৃত্তরা। এটি দুর্ঘটনা নয়।
তিনি আরও জানান- মরদেহ পচে যাওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনাস্থলে থাকা কক্সবাজারের পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেন- গেল দুই সপ্তাহ আগে মহেশখালী থেকে ১৬ জন জেলে নিখোঁজ ছিল। এসব মরদেহ কি তাদের কারও কিনা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া যেহেত মরদেহের প্রাথমিক অবস্থা দেখে এটি দুর্ঘটনা নয় এটি হত্যাকান্ড। কারণ প্রত্যেকের হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে।
Leave a Reply